খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ জুলাই, কলকাতা: কুন্তল ঘোষকে ব্যক্তিগত ভাবে চিনতেন না! ইডির জেরায় বিস্ফোরক দাবি করলেন তৃণমূলের যুবনেত্রী সায়নী ঘোষ। শুক্রবার সায়নী হাজিরা দেন ইডির দপ্তর সিজিও কমপ্লেক্সে। সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি মামলায় শুক্রবার ইডির জেরার মুখে তিনি দাবি করেন কুন্তল ঘোষকে ব্যক্তিগত ভাবে চিনতেন না, সেরকম কোনও পরিচিতিও ছিল না। কুন্তল ঘোষকে স্রেফ দলের কর্মী হিসেবেই তাঁর চেনা!
সায়নীর এই দাবি শুনে ‘থ’ গোয়েন্দারাও।
সায়নীর দাবি ছানবিন করতেই ফের আগামী ৫ জুলাই তাঁকে তলব করেছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কর্তারা৷ সেদিন আয়ের যাবতীয় নথিপত্রও নিয়ে আসতে বলা হয়েছে৷ প্রসঙ্গত, প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূলের প্রাক্তন যুবনেতা কুন্তল ঘোষকে গ্রেফতার করার পরই একাধিক চাঞ্চল্যকর তথ্য সামনে আসে তদন্তকারী সংস্থার কাছে৷ কুন্তলকে জিজ্ঞাসাবাদ করেই সামনে আসে যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের নাম। অতীতে বিভিন্ন অনুষ্ঠানে সায়নী কুন্তলকে পাশাপাশি দেখা গিয়েছে৷ শুধু দলের অনুষ্ঠান নয়, তার বাইরেও বিভিন্ন জায়গায় তাঁদের দেখা গিয়েছে৷
অভিযোগ ওঠে নিয়োগ দুর্নীতির অর্থেই কুন্তলের কাছ থেকে কোটি টাকা মূল্যের ফ্ল্যাট নিয়েছেন অভিনেত্রী। যদিও ইডির জেরার মুখে সায়নী দাবি করেছেন ব্যাংক থেকে ঋণ নিয়েই তিনি ফ্ল্যাট কিনেছেন। এরপরই যাবতীয় নথি নিয়ে ফের ৫ জুলাই তাঁকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।