খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ জুলাইঃ “রাজনীতি করি না, মানুষ নীতি করি”। অন্ডালের সভা থেকে তৃণমূলকে আক্রমণ করলেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি তাঁকে বলতে শোনা যায় পুলিশ একটু নিরপেক্ষ হলেই বোঝা যাবে বিজেপি কী পারে?
এদিন প্রধানমন্ত্রী বক্তব্য রাখার আগে অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী বক্তব্য রাখতে গিয়ে তিনি আরও বলেন, ‘বিজেপি হেরে যাওয়ার পাত্র নয়। এ বার সামনাসামনি লড়াই হবে। ২৩-২৪ তারিখ থেকে তৈরি হয়ে মাঠে নামব। পুলিশকে বলব একটু নিরপেক্ষ হয়ে কাজ করুন।’
প্রায় দেড়মাসের ব্যবধানে ফের পশ্চিমবঙ্গে পা রাখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে সভা করবেন তিনি। শুক্রবার শিল্পশহর দুর্গাপুরের এই সভা থেকে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করছেন প্রধানমন্ত্রী। এর আগে চলতি বছরে মার্চ মাসের শেষে আলিপুরদুয়ারে এসে সভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখান থেকেও একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। পাশাপাশি রাজনৈতিক সভা থেকে আক্রমণ করেন তৃণমূল কংগ্রেসকে। এর ৫০ দিনে বাদে শুক্রবার আবার প্রধানমন্ত্রী রাজ্য সফর। এবার তাঁর কর্মসূচির জন্য বেছে নেওয়া হয়েছে শিল্পশহর দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে। সরকারি অনুষ্ঠান শেষে রাজনৈতিক কর্মসূচিও আছে তাঁর। দলীয় সভা থেকে প্রধানমন্ত্রী কী বলেন তার দিকে সকলেই তাকিয়ে আছেন।