‘বিয়ে করবো নয়তো এই বাড়িতেই সু*ইসা*ইড করব’ হুমকি প্রেমিকের বাড়িতে ধরনারত যুবতীর

18

শীতলকুচি, ১৩ জানুয়ারিঃ প্রেম যে কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না! লায়লা মজনুর প্রেমের ইতিহাস কারো অজানা নয়! এবার এমনই ঘটনা ঘটলো শীতলকুচির বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় পিনঝারীর ঝাড় এলাকায়। প্রায় কুড়ি দিন আগে ময়নাগুড়ির লাটাগুড়ির এক যুবতী প্রেমের সম্পর্কের দাবিতে সুদূর ৯৯ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শীতলকুচিতে আসেন। তবে কুড়ি দিন পেরিয়ে গেলেও তার ধরনার কোনো সুরাহা মেলেনি। আজও বিয়ের স্বীকৃতির দাবিতে ওই বাড়িতেই ধরনারত অবস্থায় রয়েছে ওই যুবতী। আজ তার সাথে দেখা করতে আসেন বেশ কিছু সামাজিক সংগঠন। তারা সর্বতভাবে মেয়েটিকে তার প্রাপ্য পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। ওই মেয়েটির কথায় সে তার প্রেমিক সিআরপিএফ জওয়ানকেই বিয়ে করবেই। তবে ওই সিআরপিএফ জওয়ান এবং তার পরিবারের প্রতিক্রিয়া মেলেনি।

ওই যুবতীর কথায় হয় বিয়ে করবো নতুবা এই বাড়িতেই সুইসাইড করব এমনই হুমকি দিয়ে প্রায় কুড়ি দিন ধরে ধরনায় রয়েছেন ওই যুবতী। আজকে বির চিলা রায় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ডাঙ্গ ধরি মাও রাজবংশী ঐক্যমঞ্চ সহ বেশ কয়েকটি সংগঠন ওই বাড়িতে আসে। এই ঘটনাকে ঘিরে দিনভর শোরগোল এলাকায়। ঘটনাটি শীতলকুচির বড় কৈমারী গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় পিনঝারীর ঝাড় এলাকার।

ওই যুবতী সূত্রে জানা যায়, বড় পিনঝারীর ঝাড় এলাকার এক সিআরপিএফ জওয়ানের সাথে ফেসবুকে পরিচয় হয় ওই যুবতীর। চলছিল তাদের প্রেম। দেখাও হয় বিভিন্ন জায়গায়। এরপর গত সেপ্টেম্বর মাসের ১৫ তারিখ ওই সিআরপিএফ জওয়ানের বাড়িতে আসেন ওই যুবতী। কিন্তু সেই সময় স্থানীয় প্রশাসন তাকে পুলিশের হাতে তুলে দেয় বলে দাবি করে ওই যুবতী। এরপর তাকে বাড়ি ফিরে যেতে হয়। পুনরায় গত কুড়ি দিন আগে আবার ওই যুবতী ওই ছেলের বাড়িতে আসে! তার কথায় তাকে না জানিয়ে ছেলে রেজিস্ট্রি করেছে অন্য কারো সাথে। এই খবর জানতে পেরে সে আবার ওই ছেলের বাড়িতে এসেছে। তার দাবি তাকে বিয়ে করতে হবে না হলে সে তার প্রেমিক যুবকের বাড়িতেই সুইসাইড করবে। এর দায়ভার সমস্ত ওই পরিবারের হবে বলে দাবি করে ওই যুবতী। এই ঘটনাকে ঘিরে দিনভর ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয় মানুষজনের কাছে এই সামাজিক সংগঠন আসার খবর ছড়িয়ে পড়তেই একের পর এক মানুষ ভিড় জমায় এলাকায়।

এ বিষয়ে বির চিলারায় সোশ্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ধীরেন বর্মন বলেন, একটি মেয়ে দীর্ঘদিন ধরে প্রেমের স্বীকৃতির দাবিতে এক যুবকের বাড়িতে ধরনা রত অবস্থায় রয়েছে। আমরা চাই সে ন্যায় পাক সেজন্যই আমরা আজকে এসেছিলাম। এর জন্য যা যা করণীয় তাই তাই করা হবে বলে তিনি জানান।