খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুন: ঘোষিত হয়ে গেল এক দিনের ক্রিকেট বিশ্বকাপের সূচি। ৫ অক্টোবর শুরু বিশ্বকাপ। প্রথম ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-নিউজিল্যান্ড। ১৫ অক্টোবর আহমেদাবাদে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। ১৫ ও ১৬ নভেম্বর যথাক্রমে মুম্বই এবং কলকাতায় সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। ফাইনাল ১৯ নভেম্বর আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
বিশ্বকাপ শুরুর ১০০ দিন আগে মুম্বইয়ে সূচি ঘোষণা হয়ে গেল। বিসিসিআই সচিব জয় শাহ জানিয়ে দিলেন, বিশ্বকাপের সেমিফাইনাল, ফাইনাল ও ভারত-পাকিস্তান ম্যাচ কোথায় হবে। ভারত নিজেদের প্রথম ম্যাচ খেলবে ৮ অক্টোবর। পরবর্তী ম্যাচগুলি হবে যথাক্রমে ১১ অক্টোবর, ১৫ অক্টোবর, ১৯ অক্টোবর, ২২ অক্টোবর, ২৯ অক্টোবর, ২ নভেম্বর, ৫ নভেম্বর ও ১১ নভেম্বর। এবার মোট দশটি ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচ আয়োজিত হবে। আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, দিল্লি, ধর্মশালা, হায়দ্রাবাদ, কলকাতা, লখনউ, মুম্বই এবং পুনেতে হবে বিশ্বকাপের ম্যাচ।
ভারতের পাশাপাশি আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে ইতিমধ্যেই জায়গা করে নিয়েছে। বাকি দুটি দল বাছাইপর্বের মাধ্যমে উঠে আসবে। সেমিফাইনালের একটি ম্যাচ পেল কলকাতা। অপর ম্যাচটি হবে মুম্বইয়ে।