খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৯ জুলাই, পুরী: পুরীর রথযাত্রায় ফের বিপত্তি। মঙ্গলবার সন্ধেয় রথ থেকে নামানোর সময় পড়ে গেল ভগবান বলরামের মূর্তি। দুর্ঘটনায় আহত হয়েছেন মন্দিরের সাত সেবায়েত। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে গুন্ডিচা মন্দিরে। তিনটি রথ থেকে জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মূর্তি বের করে মন্দিরের আদপ মণ্ডপে মণ্ডপে নিয়ে যাওয়া হচ্ছিল।
আচমকা সামনের দিকে ঝুঁকে পড়ে মূর্তিটি। সেবায়েতরা নিয়ন্ত্রণ হারান। মূর্তির নিচে চাপা পড়ে আহত হন অন্তত সাত সেবায়েত। সঙ্গে সঙ্গে ছুটে যান বাকি সেবায়েতরা। ইতিমধ্যেই তাঁদের উদ্ধার করে পুরীর হাসপাতালে ভর্তি করানো হয়েছে।১৯৭১ সালের পর এই প্রথমবার পুরীতে দু দিন ধরে পালিত হচ্ছে রথযাত্রা৷
দু দিন ধরে রথযাত্রা যেমন পুরীতে বিরল, সেরকমই মূর্তি নামাতে গিয়ে পড়ে যাওয়ার মতো বিপত্তি শেষ কবে হয়েছিল তা কেউই মনে করতে পারছেন না৷ শেষ পর্যন্ত মূর্তি গুন্ডিচা মন্দিরের ভিতরে নিয়ে যাওয়া হয়েছে৷
প্রসঙ্গত, রবিবার, রথযাত্রার প্রথমদিনেই বলরামের তালধ্বজা রথ টানার সময়ই পদপিষ্ট হয়ে এক ভক্ত প্রাণ হারান। ভ্যাপসা গরমে, প্রচন্ড ভিড়ে অসুস্থ হয়ে পড়েন তিনশোর বেশি পুণ্যার্থী। শতাধিক ভক্ত এখনও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন