মমতা ও অভিষেককে কেউ আক্রমন করলে তা করবে তৃণমূল কংগ্রেস, অন্য কেউ নয়ঃ শমীক ভট্টাচার্য

19

শিলিগুড়ি, ২১ এপ্রিলঃ বোমা’র জবাব হবে ‘কালীপটকা’য়। শনিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বোমা বিস্ফোরণ হুঁশিয়ারির পালটা জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ,“বোমা কোথায় ফাটাবে ? ওরা বোমা ফাটালে আমরা ফাটাব কালীপটকা। আগে ওরা কালীপটকা ফাটিয়ে দেখাক। রবিবার বালুরঘাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত কুমারগ্রামের চকরাম মাঠে দলীয় প্রার্থী বিপ্লব মিত্রর সমর্থনে জনসভা থেকে শুভেন্দুর হুঁশিয়ারির জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

রবিবার শিলিগুড়িতে দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য ইউনিটরর মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, উনি আবেগে রাজনীতি করেন না মাটিটা উনার জানা, সুতরাং যত নির্বাচন এগোচ্ছো ততই মমতা বন্দ্যোপাধ্যায়ের আতঙ্ক বাড়ছে। তিনটি লোকসভা কেন্দ্রে যে নির্বাচন হয়েছে তার ফলাফল উনি জেনে গিয়েছে। বোমা যদি উনাকে কেউ মারে তবে পরিবারের মধ্যে থেকে কেউ মারবে। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে কেউ আক্রমন করলে তা তৃণমূল কংগ্রেসের কেউ করবে।