খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ জুলাই, বর্ধমান: ‘বিজেপি ভাইরাস হলে তৃণমূল ভ্যাকসিন’, বুধবার কালনার বৈদ্যপুরে নির্বাচনী প্রচার সভায় হাজির হয়ে এমনটাই মন্তব্য করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতে জিতলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ২০০০ টাকা করে বিজেপি দেবে বলে জানিয়েছে। তাঁদের এই দাবিকেই নিশানা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। অভিষেকের চ্যালেঞ্জ, “দেশের তো একাধিক রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে। সেখানে তো চালু করছে না। ক্ষমতায় থাকা একটা রাজ্যেও যদি সমস্ত মহিলাকে মাসে মাসে ১ হাজার টাকা দেয়, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেব।”
এপ্রসঙ্গে ২০১৪ সালের আগে নরেন্দ্র মোদির ১৫ লক্ষের প্রতিশ্রুতি কথাও টেনে আনেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “২০১৪ সালের আগে প্রত্যেকের অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন নরেন্দ্র মোদি। কেউ পেয়েছেন সেই টাকা? বড় পদে বসে বড় ঢপ দিয়েছেন প্রধানমন্ত্রী। আর সুকান্ত-শুভেন্দুরা ছোট পদে বসে ছোট ছোট ঢপ দিচ্ছেন। কোনওটাই পাবেন না।” এরপরই তাঁর হুঁশিয়ারি, “বিজেপি ভাইরাস হলে তৃণমূল ভ্যাকসিন।”