খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাই, শিলিগুড়িঃ অবাধ ও সুষ্ঠুভাবে পঞ্চায়েত নির্বাচন হলে তৃণমূল কংগ্রেস হারবে এবং পশ্চিমবঙ্গ থেকে তৃণমূল ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। সোমবার এমনটাই জানালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। নির্বাচনী প্রচারে আজ সকালে নিউ জলপাইগুড়ি স্টেশনে এসে পৌঁছান তিনি।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “মহারাষ্ট্র ও পশ্চিমবঙ্গে একই অবস্থা। মহারাষ্ট্রে শরদ পাওয়ার প্রভাব খাটিয়ে তাঁর মেয়েকে দাঁড় করাতে চান রাজনীতিতে, সেই রকমই পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তার ভাইপোকে।“ অভিষেক ব্যানার্জির শহিদ মিনারে উৎসব প্রসঙ্গে বলেন, “নির্বাচনটা ঠিকঠাক করার দম থাকলে সেটা করাতে এত ভয় পাচ্ছেন কেন? সাহস দেখাচ্ছে না কেন? আগে জিতে আসুক তারপর তো উৎসব।”