খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ জুলাইঃ রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের অস্বস্তি যেন কাটছেই না। শুক্রবার পুর নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআইয়ের চার্জশিটে ১৭ পুরসভায় বেলাগাম দুর্নীতির উল্লেখ রয়েছে। সেই দুর্নীতি যখন হয়েছে তখন রাজ্যের পুরমন্ত্রী ছিলেন ফিরহাদই। যদিও এই দুর্নীতিকে গুরুত্ব দিতে রাজি নন মন্ত্রীমশাই। তিনি বলেন, ‘ছাড়ুন তো ওসব পুরসভা নিয়োগ কেলেঙ্কারি!’
এদিন রাজ্যের মন্ত্রী বেনজির আক্রমণ করেন সিবিআই-কে। পাশাপাশি আক্রমণ শানান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। তিনি বলেন,“আগে শুভেন্দু অধিকারীকে ছুঁয়ে দেখাক (সিবিআই)। যে কারণে আমায় জেলে ঢুকিয়েছিল, বাপের বেটা হলে শুভেন্দুকেও ছুঁয়ে দেখাক…।” বস্তুত, ২০২১ সালে নারদ-কাণ্ডে এই সিবিআই-এর হাতেই গ্রেফতার হন ববি। চেতলায় তাঁর বাড়ি থেকে সেই সময় গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এ দিন,সেই প্রসঙ্গই আরও একবার উস্কে দেন ফিরহাদ।
উল্লেখ্য,পুর নিয়োগ দুর্নীতিতে শুক্রবার অতিরিক্ত চার্জশিট পেশ করে সিবিআই আদালতে জানিয়েছে, রাজ্যের যে ১৯টি পুরসভায় নিয়োগে দুর্নীতি হয়েছে বলে আশঙ্কা করে তারা তদন্ত শুরু করেছিল তার মধ্যে ১৭টিতে দুর্নীতির স্পষ্ট প্রমাণ পাওয়া গিয়েছে। ২০১৪ সাল থেকে রাজ্যের এই ১৭টি পুরসভায় যত নিয়োগ হয়েছে তার প্রায় অর্ধেকই বেআইনি। এই ১৭টি পুরসভায় তৃণমূল জমানায় যে ৩,৬৫০টি নিয়োগ হয়েছে তার মধ্যে ১,৮১৯টি নিয়োগই ভুয়ো। ভুয়ো নিয়োগের তালিকায় শীর্ষে রয়েছে দক্ষিণ দমদম পুরসভা। সেখানে প্রায় ৩৫০টি ভুয়ো নিয়োগ হয়েছে। এর পর রয়েছে বরাহনগর, টিটাগড়, কৃষ্ণনগরের মতো পুরসভা। তালিকায় থাকা পানিহাটি ও শান্তিপুর পুরসভাকে ক্লিনচিট দিয়েছে সিবিআই।