মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে অবৈধ নির্মাণ মাথাভাঙ্গায়

158

মাথাভাঙ্গা, ৮ এপ্রিলঃ মুখ্যমন্ত্রীর নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়ে চলছে মাথাভাঙ্গা শহরে অবৈধ নির্মাণ। ফের তিন মাসের মাথায় আবারো মাথাভাঙ্গা শহরের পৌর এলাকার খোদ ভাইস চেয়ারম্যানের ওয়ার্ডে চলছে অবৈধ নির্মাণ। তবে রাস্তা নয়, জমি নয় এমনকি নদী বাঁধ দখল করেই চলেছে কংক্রিটের নির্মাণ। অবৈধ নির্মাণ যাতে পথ চলতি মানুষের নজরে না আসে সেই জন্য চারপাশে উচু করে টিনের বাউন্ডারি দেওয়াল করে তৈরি হচ্ছে কংক্রিটের নির্মাণটি। প্রায় তিন মাস আগেই ওই এলাকায় তৈরি হওয়া অবৈধ কংক্রিট নির্মাণ প্রশাসনের তরফে ভেঙে দেওয়া হয়। পাশাপাশি নতুন করে কোন নির্মাণ করা যাবে না এমনটাই জানিয়েছিল প্রশাসনিক আধিকারিকরা।

তবে নির্মাণ তৈরি করা নিয়ে সোনামণি বর্মন জানান,এটা করার জন্য কোন অনুমতি নেওয়া হয়নি। শুধু ভিটি করে থাকার জন্য ছাপড়া ঘর বানানো হবে। মাথাভাঙ্গা পৌরসভার চেয়ারম্যান লক্ষপতি প্রমাণিক জানান এটা আমার জানা নেই তবে আমি সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে কথা বলে অবৈধ নির্মাণ উচ্ছেদ এই অবৈধ নির্মাণের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হবে।