খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৮ জুলাই, শিলিগুড়ি: রেলের পরিত্যক্ত জমিতে ফের অবৈধ নির্মাণ। ভেঙে দিল আরপিএফ। শিলিগুড়ি পুর নিগমের ১৮ নম্বর ওয়ার্ডের টাউন স্টেশন সংলগ্ন রেলের জমি দখল করে বাড়ি বানানোর অভিযোগ ওঠে। এরপরই বাড়ি ভেঙে জমি দখলমুক্ত করল আরপিএফ।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, মাঝেমধ্যেই রেলের পরিত্যক্ত জমিতে কিছু জমি মাফিয়া মোটা টাকার বিনিময়ে অন্যদের নিয়ে এসে বসিয়ে দিচ্ছে। বিষয়টি আরপিএফকে জানানো হয়েছে। মঙ্গলবার সকালে আরপিএফ তরফে মঙ্গলবার বাড়িটি ভেঙে দেওয়া হয়। যদিও অভিযানের সময় দখলকারী সেখানে ছিল না।