ছুটিতে বাড়িতে এসে কাশ্মীরের কুলগাম থেকে নিখোঁজ সেনা জওয়ান, আশঙ্কা অপহরণের

44

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুলাই, শ্রীনগরঃ ছুটিতে বাড়িতে এসে নিখোঁজ হলেন ভারতীয় সেনার এক জওয়ান। নিখোঁজ জওয়ানের নাম জাভেদ আহমেদ ওয়ানি। জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার বাসিন্দা ওই জওয়ানকে প্রাথমিকভাবে অপহরণ করা হয়েছে বলেই অনুমান পুলিশের। তবে জঙ্গিরা তাঁকে অপহরণ করেছে কিনা তা জানা যায়নি।

সেনা সূত্রে খবর, লাদাখের লেহতে কর্মরত জাভেদ কয়েক দিন আগেই বাড়ি ফিরেছিলেন। শনিবার রাতে গাড়ি নিয়ে চোয়ালগামে গিয়েছিলেন তিনি। তারপর থেকেই তাঁর আর খোঁজ মেলেনি। রাত বেড়ে চললেও জাভেদ না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

খোঁজখবর শুরু হয় তাঁর। কিন্তু তাঁর খোঁজ মেলেনি। পরে পারানহাল নামে একটি গ্রাম থেকে তাঁর গাড়ি এবং জুতো উদ্ধার হয়। পরিবারের দাবি, গাড়িতে রক্তের দাগ লেগে ছিল। খোলা ছিল গাড়ির দরজাও। এর পরই জাভেদের পরিবারের তরফে বিষয়টি পুলিশ এবং সেনাকে জানানো হয়।

জাভেদের খোঁজে তল্লাশি চালাচ্ছে সেনা এবং পুলিশ। প্রাথমিকভাবে ওই সেনা জওয়ানকে অপহরণ করা হয়েছে বলেই অনুমান। প্রসঙ্গত, ২০২০ সালেও ইদের ছুটিতে বাড়িতে এসে কুলগাম থেকে নিখোঁজ হয়ে গিয়েছিলেন ১৬২ ব্যাটেলিয়নের রাইফেলম্যান শাকির মনজুর। পরে তাঁর দেহ উদ্ধার হয়।