জমি দুর্নীতিতে দোষী সাব্যস্ত, ইমরান খানের ১৪ বছরের জেলের সাজা শোনাল আদালত

31

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৭ জানুয়ারি, ইসলামাবাদ: জমি দুর্নীতি মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সাজা ঘোষণা করল আদালত। ইমরানের স্ত্রী বুশরা বিবিও এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তবে তাঁকে ৬ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ইমরানের ১০ লক্ষ এবং বুশরার ৫ লক্ষ পাকিস্তানি রুপি জরিমানা করা হয়েছে।

আদিয়ালা জেলে (ইমরান বর্তমানে এখানেই বন্দি)- এজলাসে রায় ঘোষণার পরেই বুশরাকে হেফাজতে নিয়েছে পুলিশ।  উল্লেখ্য, তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয়ে ইতিমধ্যেই জেলবন্দি রয়েছেন বিশ্বকাপজয়ী পাকিস্তান অধিনায়ক। প্রসঙ্গত, আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে ১৯ কোটি ডলার (প্রায় ১৬৪৫ কোটি হাজার কোটি ভারতীয় টাকা) তছরুপের অভিযোগ প্রমাণিত হয়েছে ইমরান, তাঁর স্ত্রী বুশরার বিরুদ্ধে।

পাক তদন্তকারী সংস্থা ‘ন্যাব’ (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো) এই মামলার তদন্তের দায়িত্ব ছিল। ২০২৩ সালের ১ মে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল তারা। তার পরেই পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী তাঁকে আদালত চত্বর থেকে গ্রেফতার করেছিল। শুক্রবার সেই মামলাতেই সস্ত্রীক ইমরানকে দোষী সাব্যস্ত করে পাকিস্তানের আদালত।

১৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। এর আগে তিনটি হাইপ্রোফাইল মামলায় তাঁকে দোষী সাব্যস্ত করে কোর্ট। রাষ্ট্রের উপহার বিক্রি সংক্রান্ত কেস, রাষ্ট্রের গোপন তথ্য ফাঁস সংক্রান্ত কেস, অবৈধ বিয়ে সংক্রান্ত কেসে ইমরানকে ঘিরে মামলা চলেছে। সবমিলিয়ে ২০০র বেশি মামলা ঝুলছে ইমরানের বিরুদ্ধে। যদিও তাঁর দাবি, রাজনৈতিক ষড়যন্ত্র করে তাঁকে গারদের ওপারে আটকে রাখা হয়েছে।