কোচবিহার, ২৮ অক্টোবরঃ আবাস যোজনায় সার্ভের কাজ খতিয়ে দেখতে সরেজমিনে সুপার চেকিং করতে উপভোক্তার বাড়িতে বাড়িতে গেলেন জেলা প্রশাসনিক আধিকারিকরা। রাজ্য সরকারের নির্দেশ মেনে প্রতিটা ব্লকেই চলছে সার্ভে। বৃহস্পতিবার কোচবিহার ১ নং ব্লকের বিভিন্ন জায়গায় সুপার চেকিং করতে উপভোক্তার বাড়িতে বাড়িতে যান খোদ জেলাশাসক অরবিন্দ কুমার মিনা, কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য, কোতোয়ালি থানার আইসি তপন পাল সহ আরও অন্যান্য আধিকারিকরা।
জানা গেছে, ২১ অক্টোবর থেকে এই রাজ্যে শুরু হয়েছে আবাস যোজনা প্রকল্পের সার্ভে। এই সার্ভের মাধ্যমে প্রকৃত উপভোক্তাদের বিবেচনা করে প্রয়োজনে চূড়ান্ত তালিকা প্রস্তুত করা হবে। সার্ভের সময় উপভোক্তাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন ব্যাংক অ্যাকাউন্ট ও আধার কার্ড দেখা হবে। উল্লেখ্য মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের নেতৃত্বে অনেক পরিবার সরকারি ঘর পাওয়ার স্বপ্ন পুরণ হতে চলেছে। কিন্তু রাজ্যের সাথে সাথে কোচবিহারের বিভিন্ন জায়গায় আবাস সার্ভে নিয়ে অশান্তি দেখা দিচ্ছে। সেই অবস্থায় দাঁড়িয়ে কোচবিহার জেলার বিভিন্ন ব্লকের বিভিন্ন প্রান্তে আবাস সার্ভে কর্মসূচি চলছে। তারেই মাঝে কোচবিহার ১ নং ব্লকের টাপুরহাট, গুড়িয়াহাটি, চড়কেরকুঠি, দেওয়ানবস সহ বিভিন্ন এলাকায় যান কোচবিহার জেলা শাসক অরবিন্দ কুমার মিনা, পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য সহ বিভিন্ন আধিকারিকরা। এদিন সেখানে গিয়ে তারা উপভোক্তাদের প্রয়োজনীয় কাগজপত্র দেখেন এবং তাদের সাথে কথা বলেন বলে জানা গিয়েছে।