ফাঁসিদেওয়া ব্লকের হোসেনপুরে ট্রাক্টারে ধাক্কায় মৃ*ত্যু ১ শিশুর, আহত আরও ১

0
17

শিলিগুড়ি, ১০ জুলাইঃ ট্রাক্টারে ধাক্কায় মৃত্যু এক শিশুর আহত শিশু। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের হোসেনপুরে। এর পরেই মুরালিগঞ্জে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ। যদিও প্রায় তিন ঘণ্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে দেন সাধারণ মানুষ।

জানা গেছে, দুই শিশু দোকান থেকে বাড়ি ফিরছিলেন ঠিক সেই সময় একটি ট্রাক্টর ওই দুই শিশুকে চাপা দেয়। এবং গুরুতর আহত হয় দুজন। দেখে তড়িঘড়ি স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দেখে এক শিশুকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এরপরেই স্থানীয়রা ক্ষিপ্ত ওঠেন এবং মুরালিগঞ্জে ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন।

স্থানীয়দের অভিযোগ, মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালি তুলে নিয়ে যাচ্ছে ট্র্যাক্টর। বহুবার প্রশাসনকে জানানো হয়েছে কিন্তু প্রসারণ কোন পদক্ষেপ নেয়নি। যদি পদক্ষেপ নিতে তাহলে এরকম দুর্ঘটনা ঘটতো না। আমরা যাই যতক্ষণ পর্যন্ত এসপি না আসবে ততক্ষণ পথ অবরোধ চলবে। যদিও প্রায় তিন ঘণ্টা পর পুলিশ প্রশাসনের আশ্বাসের পর অবরোধ তুলে দেন সাধারণ মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here