মালদা, ৬ মে : রাজ্যে ফের পণের দাবিতে বলির স্বীকার এক গৃহবধূ। গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ উঠল শ্বশুর বাড়ির লোকজনের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনাটি পুরাতন মালদা থানার মৌলপুর লেবু বাগান এলাকার। ওই ঘটনার জেরে ব্যাপক শোরগোল পরে গিয়েছে এলাকায়।
ঘটনার বিবরনে জানা যায়, শ্বশুরবাড়ির দাবি মত বাপের বাড়ি থেকে পাঁচ লক্ষ টাকা পণ না পাওয়ায় গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুন করার অভিযোগ উঠল। এই ঘটনায় স্বামী সহ শশুর বাড়ির লোকেদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে মৃতা গৃহবধূর বাপের বাড়ির পক্ষ থেকে। জানা গেছে মৃতা গৃহবধূর নাম গৌরী পাল। বয়স ২২ বছর। গত তিন বছর আগে দক্ষিণ দিনাজপুরের বংশীহারী থানার হরিপুর এলাকার বাসিন্দা ওই গৃহবধুর বিয়ে হয়েছিল মালদহের পুরাতন মালদা থানার মৌলপুর লেবু বাগান এলাকার বাসিন্দা প্রশান্ত পালের সাথে। বর্তমানে তাদের দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে।
মৃতা গৃহবধূর বাপের বাড়ির অভিযোগ, বিয়ের সময় এক লক্ষাধিক টাকা পণ হিসাবে দেওয়া হয়। কিন্তু তারপরও প্রতিনিয়ত টাকার জন্য চাপ দেওয়া হতো ওই গৃহবধূকে। এমনকি ওই গৃহবধূ ৭ মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। পরে আবার গৃহবধুর বাপের বাড়ির থেকে এক লক্ষ টাকা পণ দেওয়া হলে স্বামী প্রশান্ত পাল ঘরে ফিরিয়ে নিয়ে আসে তার স্ত্রীকে। এরই মধ্যে আবার পাঁচ লক্ষ টাকা পণ দাবি করে প্রশান্ত পাল বলে অভিযোগ। টাকা না দিলে খুনের হুমকি দেওয়া হত। অভিযোগ সেই টাকা না পেয়েই গতকাল রাত্রে ওই গৃহবধূকে অ্যাসিড খাইয়ে স্বামী সহ বাড়ির অন্যান্য সদস্যরা খুন করে। গভীর রাত্রেই ওই গৃহবধূকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে আজ ভোরে তার মৃত্যু হয়। ওই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়।