মালদা, ১২ জানুয়ারিঃ কন্যাশ্রী টাকা হজম, এক দুজন নয় বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রীর টাকায় গায়েব। এবিষয়ে কিছুই জানেনা কন্যাশ্রী প্রাপক ছাত্রীরা। তাদের নামে রীতিমতো রয়েছে ব্যাংক একাউন্ট। সবকিছুই ভুয়ো বলে জানান তারা। আর গোটা বিষয়টা নিয়েই তোলপাড় স্কুল, আলোচনার শীর্ষে এখন কন্যাশ্রী টাকা। অভিযোগ স্কুলের সহশিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ করছেন খোদ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। বিষয়টি জানার পর প্রধান শিক্ষক ১৪ জন ছাত্রীদের সাথে নিয়ে সোজা এসে পৌঁছন মানিকচক থানায়। এনিয়ে মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঘটনাটি ঘটেছে মানিকচক থানার এনায়েতপুর হাই স্কুলে।
এদিন এপ্রসঙ্গে বিদ্যালয়ে প্রধান শিক্ষক বাদীউজ জামান অভিযোগ করে বলেন, প্রধান শিক্ষক পদে তিনি আসার আগে বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ছিলেন সুনন্দ মজুমদার। সেই সময়ে কেটু ফ্রম ফিলাপ করে বিদ্যালয়ের বেশ কয়েকজন ছাত্রীর কন্যাশ্রী টাকা গায়েব করেন। যাদের টাকা পাওয়ার কথা তাদের ইতিমধ্যেই টাকা ট্রান্সফার হয়ে গেছে একাউন্টে। এ বিষয়ে ছাত্রীরা কিছুই জানে না।
তিনি আরো অভিযোগ করে বলেন, প্রত্যেকটি অ্যাকাউন্ট একটি নির্ধারিত রাষ্ট্র ব্যাংকের রয়েছে। এটা কি করে সম্ভব। বিষয়টি জোরালো তদন্তের স্বার্থে তিনি আজ মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের ওই সহ শিক্ষকের বিরুদ্ধে। জনপ্রকাশে আসে এবং সঠিক বিচার পাই তাই আবেদন রেখেছেন তিনি।