কোচবিহার, ২০ জানুয়ারিঃ নিরুপম বসু-এর স্মৃতির উদ্দেশ্যে মাধ্যমিক পরীক্ষায় যারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় হওয়া ছাত্রদের সম্মাননা দিল কোচবিহার জেনকিন্স স্কুল কর্তৃপক্ষ। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা স্কুলের প্রাক্তন ছাত্র পার্থপ্রতিম রায় সহ স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকা সহ ছাত্ররা। এদিন সেখানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাত্রদের ট্রফি এবং কিছু আর্থিক অনুদান দেয় নিরুপম বসুর বাড়ির সদস্যরা।
জানা গেছে, ১৯৮৪ সালের কোচবিহার জেনকিন্স স্কুলের প্রাক্তনী সর্গীয় নিরুপম বসুর স্মৃতির উদ্দেশ্যে একটি বিশেষ সম্মাননা দেওয়া হয়। গত তিন বছর ধরে তার স্মৃতির উদ্দেশ্যে মাধ্যমিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ছাত্র রয়েছে তাদের বিশেষ সম্মান দেয় সর্গীয় নিরুপম বসুর পরিবার। প্রতিবছরের মতো এবছরও তার পরিবারের পক্ষ থেকে সম্মাননা অনুষ্ঠান করা হয় জেনকিন্স স্কুলের হল ঘরে। এদিন জেনকিন্স স্কুলে প্রথম হয়েছে আয়ুষ্মান চাকি, দ্বিতীয় ঔষনিক রায় এবং তৃতীয় সৌম্যদীপ রায়।