মালদা, ১৯ জানুয়ারি : দাদার হাতে খুন ভাই। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার পুখুরিয়া থানার ঘাসি নগর এলাকায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকাজুড়ে। মৃতদেহ আনা হল ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। মৃত যুবকের নাম দীপঙ্কর সরকার বয়স আনুমানিক ২৫ বছর। পরিবারের রয়েছে স্ত্রী দেবী মাঝি সরকার।
পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যায় দীপঙ্কর তার বাড়িতে আম গাছের ডাল রেখেছিলেন এক জায়গাতে। সেই সময় অভিযুক্ত দাদা কমল সরকার সমস্ত গাছের ডাল বাড়ির বাইরে ফেলে দেয়। দীপঙ্করের স্ত্রী প্রতিবাদ করতে গেলেই তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে কমল বলে অভিযোগ। সেই সময় প্রতিবাদ করে ভাই দীপঙ্কর সরকার। আর তার জেরে দুই ভাইয়ের মধ্যে শুরু হয় বিবাদ। ঘর থেকে ধারালো অস্ত্র বের করে কমল ভাই দীপঙ্কর সরকারকে এলোপাথাড়ি আঘাত করে বলে অভিযোগ।
রক্তাক্ত অবস্থায় দীপঙ্করকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন আজ সকালে দীপঙ্করের মৃত্যু হয়। ঘটনার পর থেকে অভিযুক্ত দাদা পলাতক বলে পরিবারের দাবি। এদিকে খুনের মামলা রুজু করে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ঘটনার জেরে শোকের ছায়া পরিবারে ও গোটা এলাকায়।