ওয়েব ডেস্ক, ২৮ ডিসেম্বরঃ ফের শোকের ছায়া সঙ্গীত জগতে। শেষ নিশ্বাস ত্যাগ করলেন সঙ্গীত শিল্পী এ আর রহমানের মা করিমা বেগম। আজ সকালে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সোমবার সকালে এ আর রহমান টুইটারে তাঁর মায়ের ছবি পোস্ট করেছেন। তবে সেখানে কিছু লেখেননি তিনি।
তাঁর মায়ের মৃত্যুর খবর সামনে আসতেই তাঁকে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই। সঙ্গীত পরিচালক মোহন রাজাও করিমা বেগমকে শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, ‘আমাদের গভীর সমবেদনা স্যার, তাঁর আত্মার শান্তি কামনা করছি।’