খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুন, শিলিগুড়ি: রোটারি ক্লাব অফ শিলিগুড়ির ব্যবস্থাপনায় এবং ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনহার সহযোগিতায় শিলিগুড়ির বাঘাযতীন পার্কে বায়ো টয়লেটের উদ্বোধন হল বৃহস্পতিবার। উদ্বোধন করেন শিলিগুড়ি পুরনিগমের মেয়র গৌতম দেব।
পাশাপাশি উপস্থিত ছিলেন জঞ্জাল অপসারণ বিভাগের মেয়র পারিষদ মানিক দে, পুরনিগমের চেয়ারম্যান প্রতুল চক্রবর্তী, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় শর্মা এবং তিন নম্বর বোরো চেয়ারম্যান তথা ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলি সিনহা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিন প্রথমে বৃক্ষরোপণ করা হয় এবং পরবর্তীতে বায়ো টয়লেটের উদ্বোধন করা হয়। মেয়র গৌতম দেব বলেন, ‘এই বায়ো টয়লেট পরিবেশ বান্ধব। পুরনিগমের তরফে এর রক্ষণাবেক্ষণ করা হবে।’