খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ জুন, শিলিগুড়ি: বীর শহীদ সঞ্জয় ওরাওঁয়ের পূর্ণাবয়ব মূর্তির আবরণ উন্মোচন হল শুক্রবার। আবরণ উন্মোচন করলেন পদ্মশ্রী করিমুল হক। নকশালবাড়ি ব্লকের পানিঘাটা রোড সংলগ্ন এলাকায় অবস্থিত কমলপুর চা বাগানে রাইফেলম্যান সঞ্জয় ওরাওঁয়ের মূর্তির আবরণ উন্মোচন হয়। দেশের জন্য প্রাণ দিয়ে কমলপুরের নাম ইতিহাসের পাতায় তুলেছেন সঞ্জয়। তাঁর পরিবার ও স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় ওই মূর্তিটি চা বাগানে বসানো হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চা বাগানের বাসিন্দারাও।