পিছিয়ে থেকেও দুরন্ত জয়, এশিয়া সেরা ভারতীয় হকি দল

54

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ অগাস্ট, চেন্নাইঃ এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকি প্রতিযোগিতার ফাইনাল জিতল টিম ইন্ডিয়া। শনিবার চেন্নাইয়ের মেয়র রাধাকৃষ্ণন স্টেডিয়ামে মালয়েশিয়াকে ৪-৩ গোলে হারিয়ে এই নিয়ে চতুর্থবার এশিয়ান চ্যাম্পিয়নশিপ হকি প্রতিযোগিতা জিতল হরমনপ্রীত সিং-আকাশদীপ সিংয়ের ভারত।

ফাইনালে দু’গোলে পিছিয়ে পড়ার পরেও ভারত জিতল ৪-৩ ব্যবধানে। একটা সময় ভারতীয় হকি দল ৩-১ গোলে পিছিয়ে পড়েছিল। সেই অবস্থা থেকে খেলার তৃতীয় কোয়ার্টারে ভারত ৩-৩ সমতায় ফেরায়। তারপর মালয়েশিয়া গোলকিপার বদলেও জয় লাভ করতে পারেনি।

খেলার ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে প্রথম গোল করেন ভারতের যুগরাজ সিংহ। ১৪ মিনিটে দুর্দান্ত ফিল্ড গোল করে মালয়েশিয়াকে সমতায় ফেরান আবু কমল। প্রথম কোয়ার্টারের খেলা শেষ হয় ১-১ ফলে। ১৭ মিনিটে গোল করে মালয়েশিয়াকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন রাজ়ি রহিম।

২৭ মিনিটে আবার গোল করে মালয়েশিয়া। ৩-১ গোলে এগিয়ে যায় মালয়েশিয়া। তাঁরা দুরন্ত মেজাজে দুটি গোল করে ফল ৩-৩ করে দেয়। অবশেষে ভারতকে জয়ের গোল এনে দেন আকাশ দীপ সিং। এরপর আর ম্যাচে ফিরে আসতে পারেনি মালয়েশিয়া।

চ্যাম্পিয়ন হয়ে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের একটি রেকর্ড ভেঙে দিল ভারত। এ নিয়ে চারবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিজয়ী হল ভারত। পাকিস্তান জিতেছে তিনবার। এতদিন তাদের সঙ্গে একই সারিতে ছিল ভারত। এবার তাদের ছাপিয়ে গেল।