বৈভবের দাপুটে ব্যাটিং, শ্রীলঙ্কাকে হারিয়ে  অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, এবার সামনে বাংলাদেশ

304

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৬ ডিসেম্বর, নয়াদিল্লি: শ্রীলঙ্কাকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে উঠে গেল ভারত। বৈভব সূর্যবংশীদের দাপটে ৭ উইকেটে জয় পেল টিম ইন্ডিয়া। ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। কিন্তু শারুজান শানমুগানাথন (৪২) এবং লাকভিন আবেসিংঘে (৬৯) ছাড়া কেউ রান পায়নি।

৪৬.২ ওভারে ১৭৩ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কার ইনিংস। ৩ উইকেট নেন চেতন শর্মা। জোড়া উইকেট কিরণ চোরমালে এবং আয়ূশ মাত্রের।  ১৭৪ রানের টার্গেট মাত্র ২১.৪ ওভারে তাড়া করে জেতে ভারতের জুনিয়র ব্রিগেড। আবারও জ্বলে উঠলেন বৈভব সূর্যবংশী। ৩৬ বলে ৬৭ রানের বিধ্বংসী ইনিংস খেললেন ১৩ বছরের বৈভব। আয়ুশ মাত্রের সঙ্গে ওপেনিং জুটিতে ৯১ রান যোগ করেন।

এটাই জয়ের ভিত গড়ে দেয়। ২৮ বলে ৩৪ করেন আয়ুশ। ১৭০ বল বাকি থাকতে বড় জয় তুলে নেয় ভারত। ম্যাচের সেরা বৈভব। অন্যদিকে প্রতিযোগিতার অন্য সেমিফাইনালে বাংলাদেশের কাছে হেরে গেল পাকিস্তান। প্রথমে ব্যাট করে পাকিস্তানের অনূর্ধ্ব ১৯ দল করে ৩৭ ওভারে ১১৬ রান। জবাবে ২২.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান করে বাংলাদেশ।রবিবার অনূর্ধ্ব-১৯ ক্রিকেটের এশিয়া সেরা হওয়ার লড়াইয়ে নামবে ভারত বাংলাদেশ।