খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২৭ জানুয়ারি, নয়াদিল্লি: ২০২৪ সালের আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার নির্বাচিত হলেন জসপ্রীত বুমরাহ। বছরজুড়ে তাঁর উইকেট সংখ্যা ৭১। তারই স্বীকৃতিস্বরূপ আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটার হলেন ভারতীয় পেসার। এই প্রথমবার বুমরাহ আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হলেন। আর ষষ্ঠ ভারতীয় হিসেবে এই তালিকায় ঢুকলেন তিনি।
এর আগে রাহুল দ্রাবিড়, গৌতম গম্ভীর, বীরেন্দ্র শেহওয়াগ, রবিচন্দ্রন অশ্বিন ও বিরাট কোহলি এই সম্মান পেয়েছেন। পিঠের চোট কাটিয়ে ২০২৩ সালের শেষ দিকে টেস্ট ক্রিকেটে ফিরে আসার পর থেকেই তিনি ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়েছেন এবং একাধিক রেকর্ড গড়েছেন।১৪.৯২ গড়ে ১৩ ম্যাচে ৭১টি উইকেট তুলেছেন তিনি।
টেস্টের ইতিহাসে যে কজন বোলার এক বছরে ৭০টির উইকেট তুলেছেন, তাঁদের কারোর গড় এত কম নয়। সেখানে দ্বিতীয়স্থানে থাকা গাস অ্যাটকিনসন ১১ ম্যাচে ৫২টি উইকেট নিয়ে অনেকটাই পিছনে। ইংল্যান্ডের জো রুট, হ্যারি ব্রুক এবং শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসকে হারিয়ে বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের তকমা অর্জন করেন বুমরা।
ঘরের এবং বিদেশের মাঠে দুর্দান্ত ফর্মে ছিলেন ভারতীয় পেসার। বর্ডার-গাভাসকর সিরিজে ধরাশায়ী হওয়ার আগে পর্যন্ত টিম ইন্ডিয়াকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের লড়াইয়ে রাখেন।বর্তমানে পিঠের চোটের জন্য দলের বাইরে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত। যদিও বুমরাহকে রেখেই চ্যাম্পিয়ন্স ট্রফির দল গঠন করেছে ভারত।
কিন্তু বুমরাহ না খেললে তাঁর পরিবর্ত কে হবেন? বিসিসিআই সূত্রে খবর, দুই পেসারের নাম নিয়ে চিন্তাভাবনা চলছে- হর্ষিত রানা এবং মহম্মদ সিরাজ। আপাতত এই দুজনকে মেগা টুর্নামেন্টের জন্য তৈরি রাখা হচ্ছে। আগামী ২০ ফেব্রুয়ারি চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ভারত।