জল্পনার অবসান, সুনীলের অধিনায়কত্বেই এশিয়ান গেমসে খেলবে ভারত

0
34

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অগাস্টঃ জল্পনার অবসান। এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল দলের অধিনায়ক সুনীল ছেত্রীই।  মঙ্গলবার দলের কোচ ইগর স্টিমাচ যে দল ঘোষণা করেছেন তাতে রয়েছেন ভারত অধিনায়ক। আরও দুই অভিজ্ঞ ফুটবলার গুরপ্রীত সিংহ সান্ধু ও সন্দেশ জিঙ্ঘানও ২২ জনের দলে রয়েছেন।

এশিয়ান গেমসে ভারতের যে ফুটবল দল ঘোষণা করা হয়েছে সেখানে তিন গোলরক্ষক, সাত ডিফেন্ডার, ছয় মিডফিল্ডার ও ছয় ফরোয়ার্ড রয়েছেন।

গেমসে ভারতীয় দল:

গোলরক্ষক: গুরপ্রীত সিংহ সান্ধু, গুরমীত সিংহ, ধীরাজ সিংহ।

ডিফেন্ডার: সন্দেশ জিঙ্ঘান, আনোয়ার আলি, নরেন্দ্র গহলৌত, লালচুংনুঙ্গা, আকাশ মিশ্র, রোশন সিংহ, আশিস রাই।

মিডফিল্ডার: জিকসন সিংহ, সুরেশ সিংহ, লালেনমাওয়াইয়া রালতে, অমরজিৎ সিংহ কিয়াম, রাহুল কান্নোলি প্রবীণ, মহেশ সিংহ নাওরেম।

ফরোয়ার্ড: অনিকেত যাদব, বিক্রম প্রতাপ সিংহ, রোহিত দানু, শিব শক্তি নারায়ণন, রহিম আলি, সুনীল ছেত্রী।

সমস্যা হয়েছিল এশিয়ান গেমসের নিয়ম নিয়ে। সেখানে বলা হয়েছিল, দলের সব ফুটবলারকে অনূর্ধ্ব ২৩ হতে হবে। এই নিয়ে জটিলতাও তৈরি হয়েছিল। তবে পরে এশিয়ান গেমস কর্তৃপক্ষ জানিয়ে দেয়, দলের তিনজন ফুটবলারের বয়স ২৩ বছরের বেশি হলেও সমস্যা নেই। সেই হিসেবেই ভারতীয় দলে রাখা হয়েছে সুনীল, গুরপ্রীত ও সন্দেশকে। সুনীলসহ বাকি দুই ফুটবলারের গড় বয়স ৩৭।

এশিয়ার ক্রমতালিকায় ১৮ নম্বরে থাকা ভারতীয় ফুটবল দলকে এশিয়ান গেমসে পাঠানো হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা ছিল। ভারত এশিয়ান গেমসে সেই খেলাগুলিতেই অংশ নেয় যেখানে তারা প্রথম আটের মধ্যে রয়েছে। কিন্তু ফুটবলে সেটা না হওয়ায় দল পাঠানো হবে কি না সন্দেহ ছিল।

শেষ পর্যন্ত ভারতের পুরুষ এবং মহিলা ফুটবল দলকে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে চিনের হ্যাংঝৌতে শুরু হবে এশিয়ান গেমস। চলবে ৭ অক্টোবর পর্যন্ত। ভারতের গ্রুপে রয়েছে আয়োজক দল চিন, বাংলাদেশ ও মায়ানমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here