কাঁটাতারের বেড়া নিয়ে সীমান্তে উত্তেজনা, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারকে তলব করল দিল্লি

75

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৩ জানুয়ারি, নয়াদিল্লি: ভারত-বাংলাদেশ সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়া নিয়ে উত্তেজনার মাঝে রবিবার ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় বর্মাকে ডেকে পাঠিয়েছিল মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পালটা দিল্লিতে বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার নুরাল ইসলামকে ডেকে পাঠাল ভারতীয় বিদেশ মন্ত্রক।

সোমবার দুপুর নাগাদ তাঁকে দিল্লির সাউথ ব্লকে বিদেশ মন্ত্রকের দফতর থেকে বার হতে দেখা গিয়েছে। উল্লেখ্য, ভারত-বাংলাদেশ সীমান্তের প্রায় ৯৬৩ কিলোমিটার অংশই কাঁটাতার বিহীন অবস্থায় রয়েছে। সম্প্রতি সীমান্তের তেমন কিছু এলাকায় বিএসএফ কাঁটাতার বসানোর কাজ শুরু করলে বিজিবির সঙ্গে সংঘাত বাধে। কাঁটাতারের বিষয়ে আপত্তি জানায় বর্ডার গার্ড বাংলাদেশের জওয়ানরা।

মালদহের কালিয়াচক এবং দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এই নিয়ে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। এরপর গতকাল বাংলাদেশে পররাষ্ট্রসচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বৈঠক শেষে তিনি জানান, “নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া রয়েছে। আমরা আশা করি, সীমান্তে অপরাধ দমনের বিষয়ে সহযোগিতার মাধ্যমে সেই বোঝাপড়ার বাস্তবায়ন হবে।” ভারতীয় হাইকমিশনার ডাকার ২৪ ঘণ্টার মধ্যে বাংলাদেশের দূতাবাসের উপরাষ্ট্রদূত নুরুল ইসলামকে তলব করল বিদেশমন্ত্রক। সূত্রে জানা গিয়েছে, সীমান্ত কাঁটাতার বসানো নিয়ে কোথায় আপত্তি, তা জানতে তলব করা হয়েছে তাঁকে।