খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৫ জুলাই: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত। মাত্র তিনদিনেই শেষ ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ইনিংস এবং ১৪১ রানে জিতল টিম ইন্ডিয়া। এই জয়ের ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত ১-০ ব্যবধানে এগিয়ে গেল।
ওয়েস্ট ইন্ডিজ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু, তারা ১৫০ রানের মধ্যে অলআউট হয়ে যায়। এর জবাবে ভারত প্রথম ইনিংসে পাঁচ উইকেট হারিয়ে ৪২১ রান করেছিল। প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া ২৭১ রানে এগিয়ে যায়। দ্বিতীয় ইনিংসে অশ্বিনের তাণ্ডবে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ১৩০ রানে অলআউট হয়ে যায়।
দুই ইনিংস মিলিয়ে ১২ ঊইকেট নেন অশ্বিন। যশস্বী জয়সওয়ালের ১৭১ রান এবং বিরাট কোহলির ৭৬ রানের সাহায্যে ভারত ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্ট ম্যাচের তৃতীয়দিন ৪২১ রানে ৫ উইকেট হারিয়ে প্রথম ইনিংস ডিক্লেয়ার করে দেয়। সেই লক্ষ্যের অর্ধেক রানও করতে পারল না ক্যারিবিয়ানরা। আর ব্যাট করতে হয়নি ভারতকে। ম্যাচের সেরা হয়েছেন যশস্বী জয়সওয়াল।