উপত্যকার নিরাপত্তায় বড় পদক্ষেপ, শ্রীনগরে মোতায়েন মিগ–২৯ যুদ্ধবিমান 

33

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ অগাস্ট, শ্রীনগরঃ উপত্যকার নিরাপত্তায় বড় পদক্ষেপ ভারতের। চীন ও পাকিস্তানকে নজরে রেখে সরিয়ে দেওয়া হল সোভিয়েত জমানার মিগ–২১ যুদ্ধবিমানগুলি। পরিবর্তে জম্মু–কাশ্মীরের বায়ুসেনা ঘাঁটিতে মোতায়েন করা হল অত্যাধুনিক মিগ–২৯ ফাইটার জেট।

জানা গেছে, শ্রীনগর বায়ুসেনা ঘাঁটিতে মিগ–২৯ যুদ্ধবিমান মোতায়েন করেছে বায়ুসেনা। শ্রীনগরে মোতায়েন ‘ট্রাইডন্টস স্কোয়াড্রন’-এর হাতে ওই উন্নততর মিগ-২৯ বিমানগুলি তুলে দেওয়া হয়েছে বলে ভারতীয় বায়ুসেনার তরফে জানানো হয়েছে।

এত দিন পর্যন্ত ষাটের দশকে তৈরি রুশ যুদ্ধবিমান মিগ-২১ ব্যবহার করত ‘উত্তরের রক্ষক’ বলে পরিচিত এই স্কোয়াড্রন। ফলে এবার উপত্যকার সুরক্ষা ও প্রতিপক্ষকে পাল্টা জবাব দেওয়ার দায়িত্ব গেল ‘ট্রাইডেন্ট স্কোয়াড্রন’–এর হাতে। প্রসঙ্গত, কাশ্মীর ও লাদাখে চীন ও পাকিস্তানকে নিয়েই উদ্বিগ্ন দিল্লি।

বালাকোটে সার্জিকাল স্ট্রাইকের পর থেকেই কাশ্মীরে একযোগে দুই পড়শি দেশের হামলার মোকাবিলা করার প্রস্তুতি নিচ্ছে ফৌজ। দীর্ঘদিন ধরেই কাশ্মীরের সুরক্ষার ভার সামলেছে মিগ-২১ বিমানগুলি।  যেগুলি ষাটের দশকে তৈরি। এবার সেই জায়গায় এল মিগ-২৯।

ভারতীয় বায়ুসেনার পাইলট স্কোয়াড্রন লিডার বিপুল শর্মা বলেন, “শ্রীনগর বায়ুসেনাঘাঁটি থেকে পাকিস্তান ও চিনের ওপর নজরদারী করা সম্ভব। এই কৌশলগত অবস্থানের কারণেই শ্রীনগর বায়ুসেনাঘাঁটি থেকে আধুনিক মিগ-২৯-এর সাহায্যে আমরা দু’টি ফ্রন্টেই শত্রুর মোকাবিলা করতে পারব।’’

প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, আধুনিকীকরণের পর মিগ-২৯ যুদ্ধবিমান এখন আগের থেকে অনেক বেশি ভয়ঙ্কর ও নিখুঁত। রুশ প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধবিমানে মাঝ আকাশেই জ্বালানি তেল ভরার প্রযুক্তি এখন বায়ুসেনার হাতে। এ ছাড়া মিগ-২৯ এখন অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এবং একই সঙ্গে বিভিন্ন দিকে আক্রমণ শানাতে দক্ষ।

বিমানবাহিনীর অন্যতম অস্ত্রের আধুনিকীকরণের কাজ শেষ হওয়ায় ভারতের আকাশ এখন আগের থেকে অনেক বেশি সুরক্ষিত। নতুন বলে বলীয়ান মিগ-২৯ যুদ্ধবিমানগুলির প্রথম ঠিকানা ছিল জালন্ধরের আদমপুর বায়ুসেনা ঘাঁটিতে। এ বার তা এল শ্রীনগরেও।