খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৫ ডিসেম্বর, অ্যাডিলেড: অ্যাডিলেডে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করবেন কে এল রাহুলই। যাবতীয় জল্পনায় ইতি টেনে ঘোষণা করে দিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ভারতের অধিনায়ক বলেছেন, “বাড়িতে বসে ছেলেকে কোলে নিয়ে কেএলের ব্যাটিং দেখছিলাম। অসাধারণ খেলেছে ও। তাই এই মুহূর্তে ওর ব্যাটি পজিশন বদলানোর কোনও দরকার নেই। কেএলই ওপেন করার যোগ্য ক্রিকেটার।”
এখানেই না থেমে রোহিত আরও বলেছেন, “কেএলের ওপেন করা নিয়ে কোনও দ্বিমত নেই। যশস্বী এবং ওর ওপেনিং জুটিই প্রথম টেস্টে আমাদের জিততে সাহায্য করেছে। যে ভাবে বিদেশের মাটিতে ও ব্যাট করে তা প্রশংসনীয়। আমি মাঝের দিকে কোথাও একটা নামব। এই সিদ্ধান্ত নিতে খুব একটা সমস্যাই হয়নি। ব্যক্তিগত ভাবে আমার পক্ষে নীচের দিকে খেলা কঠিন। তবে দলের বিচারে এই সিদ্ধান্ত খুবই সহজ ছিল।”
পারথে বর্ডার-গাভাসকর সিরিজের প্রথম টেস্ট খেলতে পারেননি রোহিত। ভারত যে টেস্ট ২৯৫ রানে জেতে। পারথে যশস্বী জয়সওয়ালের সঙ্গে কেএল রাহুল যান ওপেন করতে। এবং দ্বিতীয় ইনিংসে দু’জন মিলে ২০১ রানের জুটি গড়েন। তাই নয়, প্রথম ইনিংসে ২৬ রানের মাথায় দুর্ভাগ্যজনকভাবে আউট হওয়ার আগেও বেশ সাবলীল দেখিয়েছে তাঁকে।
দীর্ঘদিন বাদে পারথ টেস্টে ওপেন করার সুযোগ পেয়েছিলেন রাহুল। তাতে তিনি এতটাই নজর কেড়েছেন যে অ্যাডিলেড টেস্টে তাঁকেই ফের ওপেনার হিসাবে খেলানোর দাবি উঠছিল। রোহিত শর্মাও সেটা মেনে নিলেন। উল্লেখ্য, শুক্রবার থেকে অ্যাডিলেড ওভালে শুরু হবে ভারত-অস্ট্রেলিয়া বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্ট। এই ম্যাচটি খেলা হবে গোলাপি বলে দিন-রাতের ভিত্তিতে। অস্ট্রেলিয়া আপাতত ৫ ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে রয়েছে।