মিলল ছাড়পত্র, এশিয়ান গেমসে খেলবে ভারতীয় ফুটবল দল

26

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৬ জুলাই: ভারতের পুরুষ ও মহিলা ফুটবল দলকে এশিয়ান গেমসে অংশ নেওয়ার ছাড়পত্র দিল ক্রীড়ামন্ত্রক। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের আবেদনের ভিত্তিতে বিশেষ অনুমতি দিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক।

পর পর তিনটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় সুনীলের দল চ্যাম্পিয়ন হওয়ায় কেন্দ্র এশিয়ান গেমসে দল পাঠানোর অনুমতি দিয়েছে। বুধবার টুইটে এ কথা জানালেন ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর।  ২৩ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসের আসর বসছে চিনে।

ভারতীয় দল এশিয়া ফুটবল ক্রম তালিকায় রয়েছে ১৮ নম্বর স্থানে। সেই হিসেবেই এশীয় ফুটবল কনফেডারেশনের পক্ষ থেকে বলা হয়েছিল, ভারতকে সুযোগ দেওয়া যাবে না। কারণ নিয়মমতো এশিয়া স্তরে থাকা প্রথম দশ দলই সুযোগ পায়। তবে কেদ্রূীয় ক্রীড়া মন্ত্রকের কাছে আবেদন করে ভারতের ফুটবল ফেডারেশন। আবেদন করেছিলেন সুনীলদের কোচ ইগর স্টিম্যাচও। সেই আবেদন মেনে নিল কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক।

অনুরাগ বলেন, ”আশা রাখি এশিয়ান গেমসে ভারতীয় ফুটবল ভাল পারফরম্যান্স তুলে ধরবে এবং দেশের মুখ উজ্জ্বল করবে।”  উল্লেখ্য, এশিয়ান গেমসের ফুটবলে ভারত শেষ বার অংশগ্রহণ করেছিল ২০১৪ সালে। ২০১৮ সালের এশিয়ান গেমসে ফুটবল দল পাঠানোর অনুমতি দেয়নি কেন্দ্র।