খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩ জুলাইঃ বাংলাদেশ সফরের জন্য ভারতীয় মহিলা দল ঘোষণা করা হল। বাদ পড়েছেন বাংলার উইকেটরক্ষক রিচা ঘোষ, পেসার রেণুকা সিংহ ও স্পিনার শ্রেয়াঙ্কা পাতিল।
বাংলাদেশে সফরে ভারতীয় দল তিনটি একদিনের ম্যাচ ও তিনটি টি ২০ ম্যাচ খেলবে। বাংলাদেশ সফরে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর। সহ-অধিনায়ক স্মৃতি মান্ধানা। কিন্তু কেন দল থেকে রিচাকে বাদ দেওয়া হয়েছে তার কারণ স্পষ্ট নয়। কারণ, কোনও চোট নেই তাঁর। এর আগে ভারতের হয়ে ভালই খেলেছেন তিনি। হঠাৎ কেন তাঁকে দলের বাইরে রাখা হল সেই বিষয়ে কিছু জানায়নি বোর্ড বহুদিন বাদে জাতীয় মহিলা দলে বাংলার কোনও ক্রিকেটার নেই। বাংলাদেশ সফর শুরু ৯ জুলাই। সব ম্যাচগুলি হবে মীরপুরের শের-ই বাংলা স্টেডিয়ামে। রিচার বাদ পড়া নিয়ে শিবিরে বিতর্ক শুরু হয়েছে। যদিও বোর্ড থেকে এই বিষয়ে মুখ খোলা হয়নি।