ডিসেম্বর থেকে ভিসা ছাড়াই মালয়েশিয়া ঘুরে আসতে পারবেন ভারতীয়রা, ঘোষণা প্রধানমন্ত্রী ইব্রাহিমের

0
56

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৭ নভেম্বর, নয়াদিল্লিঃ এবার থেকে ভিসা ছাড়াই মালয়েশিয়া ভ্রমণের সুযোগ পাবেন ভারতীয়রা। রবিবার রাতে এই ঘোষণাটি করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনওয়ার ইব্রাহিম।  ১ ডিসেম্বর থেকে ভারতীয়দের এই সুযোগ দিচ্ছে মালয়েশিয়া।  মালয়েশিয়ার প্রধানমন্ত্রী জানিয়েছেন, ভিসা ছাড়া ভারতীয়েরা মালয়েশিয়ায় ঢুকতে পারবেন। থাকতে পারবেন সর্বাধিক এক মাস। তার বেশি থাকতে হলে ভিসা প্রয়োজন হবে।

শুধু ভারত নয়, চিনের জন্যেও একই ‘অফার’ ঘোষণা করেছে মালয়েশিয়া। ১ ডিসেম্বর থেকে চিনা নাগরিকেরাও ওই দেশে ভিসা ছাড়া প্রবেশ করতে পারবেন এবং এক মাস থাকতে পারবেন। পর্যটক টানতেই এই উদ্যোগ বলে মনে করা হচ্ছে। পর্যটকদের কাছে বরাবরই আকর্ষণের মালয়েশিয়া।

প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর মালয়েশিয়ায় প্রতিবছর যান ঘুরতে যান প্রচুর দেশ বিদেশের পর্যটক। পর্যটন নির্ভর এই দেশটির আর্থিক উপার্জনের অন্যতম বড় উৎস ভারত ও চিন। পরিসংখ্যান বলছে, মালয়েশিয়ার পর্যটনকেন্দ্রিক বিদেশি মুদ্রা আয়ের উৎসের তালিকায় চতুর্থ স্থানে রয়েছে চিন এবং পঞ্চম স্থানে রয়েছে ভারত। তাইল্যান্ডের তরফেও ভারতীয়দের বিনামূল্যে ভিসা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। তাইল্যান্ড সরকার জানিয়েছে, চলতি বছরের ১০ নভেম্বর থেকে ২০২৪ সালের ১০ মে পর্যন্ত বিনা খরচে ভিসা পাবেন ভারতীয়েরা।

ভিসা ছাড়াই ভারতীয়রা যেতে পারেন ওশিয়ানিয়া অন্তর্ভুক্ত দেশ কুক দ্বীপপুঞ্জ, নিউয়ে, ভানুয়াতু, মাক্রোনেশিয়া এবং ফিজিতে। পৌঁছানোর পরে ভিসা নিতে হয় মার্শাল দ্বীপপুঞ্জ, পালাউ দ্বীপপুঞ্জ টুভালু এবং সামোয়ায়। পশ্চিম এশিয়ার দেশের মধ্যে কাতারে যেতে কোনও ভিসা লাগে না। ইরান ও জর্ডনে ঢুকে ভিসা নিতে হয় ভারতীয়দের। ইউরোপের আলবেনিয়া ও সার্বিয়ায় যেতে ভিসার প্রয়োজন নেই। বারবাডোজ, ব্রিটিশ ভারজিন দ্বীপপুঞ্জ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্তসেরাট, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডিজ, ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো যেতেও ভিসা লাগে না ভারতীয়দের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here