খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৯ অগাস্ট, বেঙ্গালুরুঃ দেশের প্রথম থ্রিডি প্রিন্টেড পোস্ট অফিস তৈরি হল বেঙ্গালুরুতে। শুক্রবার শহরের ক্যামব্রিজ লেআউট এলাকায় অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি ১,০২১ বর্গফুটের সুসজ্জিত ডাকঘরটির উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।
জানা গিয়েছে, আইআইটি মাদ্রাসের সাহায্যে ডাকঘরটি বানিয়েছে নির্মাণ সংস্থা লারসন অ্যান্ড টুব্রো। এদিন রেলমন্ত্রী বলেন, “প্রতিবারই বেঙ্গালুরু ভারতের নতুন ছবি তুলে ধরে। আজ যে 3D প্রিন্টেড ডাকঘর আপনারা দেখতে পাচ্ছেন তা ভারতের উন্নয়ন ও অগ্রগতির প্রতীক।”
থ্রিডি প্রিন্টেড ডাকঘরের আনুষ্ঠানিক সূচনার খবরে উচ্ছ্বসিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, “অত্যাধুনিক প্রযুক্তির সফল প্রয়োগই বলে দেয় বিজ্ঞান-প্রযুক্তি ক্ষেত্রে ভারত আজ অনেকটাই এগিয়ে গিয়েছে। এটা ভারতীয় বিজ্ঞানী-প্রযুক্তিবিদদের উদ্ভাবনী ক্ষমতার প্রমাণও বটে। ”
পোস্ট অফিস তৈরিতে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক ‘3D কংক্রিট প্রিন্টিং টেকনোলজি’। নির্মাণস্থলে বিরাট বিরাট রোবোটিক প্রিন্টারে কংক্রিটের মিশ্রণ ভরা হয়। তারপর কম্পিউটারে তৈরি মডেল মোতাবেক স্বয়ংক্রিয় ভাবে পরতের পর পরত কংক্রিটের মিশ্রণ ঢেলে তৈরি করা হয় বাড়িটি।
১১০০ বর্গফুটের ভবনটি তৈরি করতে সময় লেগেছে মাত্র ৪৫ দিন, খরচ পড়েছে ২৩ লক্ষ টাকা। ২০২১ সালে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারতের প্রথম 3D-প্রিন্টেড বাড়ির উদ্বোধন করেছিলেন। ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি মাদ্রাজের ক্যাম্পাসে ভবনটি তৈরি করা হয়েছিল।