খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ২৪ জানুয়ারি, নয়াদিল্লি: ইডেনে প্রথম ম্যাচে দাপুটে জয় দিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু করেছে ভারত। শনিবার চিপকে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। চিপকের উইকেট বরাবরই স্পিনারদের কাছে স্বর্গভূমি। এই ম্যাচের জন্য যে বাইশ গজ তৈরি হয়েছে, সেখানে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন বলেই মনে করা হচ্ছে।
বরুণের আবার এটাই ঘরের মাঠে। চিপক ভারতীয় স্পিনারের কাছে বরাবরই পয়া। স্বাভাবিকভাবে জস বাটলারের টিমের কাছে বরুণ যে বড় চ্যালেঞ্জ হতে চলেছেন, সেটা বলাই যায়। ভারতীয় জার্সিতে চিপকে এই প্রথমবার নামবেন বরুণ। সাংবাদিক সম্মেলনে এসে বরুণ বলেন, “আমার কাজ হল আগ্রাসী বোলিং করা। সাহসী বোলিং করা। আমাকে বলে দেওয়াই হয়েছে উইকেট টু উইকেট বোলিং করতে। গম্ভীর স্যর আর সূর্যভাই বলে দিয়েছে বাড়তি কোনও চাপ নেওয়ার দরকার নেই।”
চিপকের যা উইকেট, তাতে খুব সম্ভবত তিন স্পিনার নিয়েই নামবে ভারত। তবে দ্বিতীয় টি-টোয়েন্টিতে নামার আগে কিছুটা চিন্তা অভিষেক শর্মাকে নিয়ে। ম্যাচের আগে সামান্য চোট-সমস্যা রয়েছে বাঁ-হাতি এই ওপেনারের। মাঠে এদিন তাঁকে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতেও দেখা যায়। যদিও শোনা যাচ্ছে যে, অভিষেকের চোট খুব গুরুতর কিছু নয়। সব ঠিক থাকলে প্রথম টি-টোয়েন্টির একাদশে বিশেষ বদল আসবে না চিপকে।
নিতান্তই অভিষেক ফিট না হলে ধ্রুব জুরেলকে খেলানো হতে পারে।তবে মহম্মদ শামি চিপকে খেলবেন কি না, সেটা নিয়ে আলোচনা চলছে। চোট সারিয়ে ১৪ মাস পর জাতীয় দলে ফিরেছেন। ভারতীয় টিম ম্যানেজমেন্ট অবশ্য শামিকে নিয়ে কোনওরকম তাড়াহুড়ো করতে চাইছে না।
স্পেশালিস্ট পেসার হিসেবে অর্শদীপের কায়গা প্রায় নিশ্চিত প্রথম একাদশে। এই ম্যাচে ৩ উইকেট পেলে তিনি টি-টোয়েন্টি কেরিয়ারে ১০০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন। সম্ভবত এই ম্যাচেও বসতে হতে পারে সামিকে। ম্যাচ শুরু ভারতীয় সময় সন্ধ্যা ৭টা থেকে। টেলিভিশনে স্টার স্পোর্টস নেটওয়ার্কে সরাসরি দেখা যাবে ম্যাচ। ওটিটি প্লাটফর্মে হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে লাইভ স্ট্রিমিং হবে ম্যাচের।