অলিম্পিকে তৃতীয় পদক জয় ভারতের, শুটিংয়ে দেশকে ব্রোঞ্জ এনে দিলেন স্বপ্নিল

30

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১ অগাস্ট, প্যারিস: অলিম্পিক্সে আরও একটি পদক জিতল ভারত। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ জিতলেন ভারতের স্বপ্নিল কুসালে। এবার অলিম্পিকে তিনটি পদকই শুটিং থেকে এল। ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে এই প্রথম অলিম্পিক্সে পদক জিতল ভারত।

ফাইনালের শুরু থেকে খানিকটা পিছিয়ে ছিলেন স্বপ্নিল। নিলিং এবং প্রুনিং রাউন্ডে তিনি ছিলেন ৬ নম্বরে। তবে শেষ দুই রাউন্ডে এসে দুরন্ত কামব্যাক করেন ভারতীয় শুটার। একটা সময়ে সোনার পদক জয়ের লড়াইয়েও ছিলেন তিনি। মাত্র ০.৪ পয়েন্টে রুপো হাতছাড়া হল স্বপ্নিলের। এই ইভেন্টে সোনা পেয়েছেন চিনের ইউ কে লিউ (৪৬৩.৬ পয়েন্ট) ও রুপো পেয়েছেন ইউক্রেনের এস কুলিশ (৪৬১.৩ পয়েন্ট)।

মধ্য রেলওয়ের টিকিট কালেক্টর স্বপ্নিলের আইডল হলেন এম এস ধোনি। গতকালই জানিয়েছিলেন, ফাইনাল ইভেন্টেও ধোনির মতো ঠাণ্ডা মাথা রেখে বাজিমাত করতে হবে। গতকাল তিনি সপ্তম স্থানে থেকে ফাইনালে উঠেছিলেন। তারপর থেকেই সারা দেশ তাঁর দিকে তাকিয়ে ছিল। সেই স্বপ্ন পূরণ করলেন ২৬ বছরের শুটার।

স্বপ্নিলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ তিনি এক্সে লেখেন, “স্বপ্নিল কুসালের ব্যতিক্রমী পারফরম্যান্স ৷ 50 মিটার রাইফেল 3 পজিশনে ব্রোঞ্জ জয়ের জন্য তাঁকে অভিবাদন ৷ ওর পারফরম্যান্স স্পেশাল কারণ অসীম ধৈর্য্য ও দক্ষতার পরিচয় দিয়েছে স্বপ্নিল ৷ সে এই বিভাগে পদকজয়ী প্রথম ভারতীয়ও বটে ৷ প্রত্যেক ভারতবাসী আজ ভীষণ খুশি ৷”