মইপিঠে গ্রামের ভিতরে বাঘ, গ্রামবাসীদের সামনেই হামলে পড়ল বনকর্মীদের ওপর

7

দক্ষিণ ২৪ পরগনা, ১০ ফেব্রুয়ারিঃ গ্রামের মধ্যে ঢুকে পড়ল বাঘ। গ্রামবাসীদের সামনেই বনকর্মীদের ওপর হামলা চালাল ওই বাঘ। ঘটনায় গুরুতর আহত হয়েছেন এক বনকর্মী। ঘটনাটি ঘটেছে কুলতলির মইপিঠ গ্রামে। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে গ্রামে। ওদিকে স্থানীয়দের ক্ষতি না করে কী করে বাঘটিকে কাবু করা হবে তা ভেবে দিশাহারা বনদফতরের আধিকারিকরা।

গ্রামবাসীদের সূত্রে জানা যায়, মইপিঠে ফের বাঘ ঢুকেছে সেকথা রবিবার রাতেই জানিয়েছিলেন গ্রামবাসীরা। বাঘ দেখেছেন বলেও দাবি করেন কয়েকজন। এরপর সোমবার সকাল থেকে শুরু হয় বাঘের খোঁজ। পায়ের ছাপ দেখে বাঘের সন্ধান শুরু করেন বনকর্মীরা। তখনই হঠাৎ ঝোপের পাশে ধানক্ষেতে বনকর্মীদের ওপর অতর্কিতে হামলা চালায় ১টি বাঘ। ৩ জন বনকর্মীর মধ্যে ১ জনকে কামড়ে ধরে সে। সঙ্গীকে বাঁচাতে বাকি দুই বনকর্মী লাঠি দিয়ে বাঘটিকে পেটানো শুরু করেন। তার জেরে ওই বনকর্মীকে ছেড়ে পালায় বাঘ। এরপর আহত বনকর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর আঘাত গুরুতর বলে জানা গিয়েছে।