কোচবিহারে জেলা পুলিশের উদ্যোগে আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা, গুরুত্ব পেল সাইবার সুরক্ষা ও নিরাপদ ড্রাইভিং বার্তা

25

কোচবিহার, ২ আগস্ট: ছাত্রছাত্রীদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে আজ অনুষ্ঠিত হল আন্তঃবিদ্যালয় কুইজ প্রতিযোগিতা। শহরের রবীন্দ্র ভবনে অনুষ্ঠিত এই একদিনব্যাপী প্রতিযোগিতায় অংশ নেয় কোচবিহার জেলার ১৭টি বিদ্যালয়।

এই কুইজে মূলত সাইবার ক্রাইম ও “সেভ ড্রাইভ, সেভ লাইফ” কর্মসূচি সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন রাখা হয়। শিক্ষার্থীদের মধ্যে এই বিষয়গুলিকে নিয়ে আগ্রহ এবং সচেতনতা বৃদ্ধি করাই ছিল মূল লক্ষ্য। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহার জেলা অতিরিক্ত পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা।

তিনি বলেন, “বর্তমান যুগে সাইবার অপরাধ এক বড় চ্যালেঞ্জ। তাই স্কুল স্তর থেকেই ছাত্রছাত্রীদের এই বিষয়ে সচেতন করা অত্যন্ত জরুরি। তেমনি পথ নিরাপত্তা নিয়েও সচেতনতা গড়ে তোলাই আমাদের উদ্দেশ্য।”

পুরো অনুষ্ঠানে শিক্ষার্থীদের উত্সাহ ছিল চোখে পড়ার মতো। প্রশ্নোত্তর পর্বে সক্রিয় অংশগ্রহণ করে বিভিন্ন বিদ্যালয়ের প্রতিনিধিরা। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। জেলার শিক্ষা ও নিরাপত্তার সমন্বয়ে এই ধরনের উদ্যোগ আগামিদিনে আরও বাড়বে বলে আশাবাদী পুলিশ প্রশাসন।