আরজি কর হাসপাতালে ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যু, তদন্তে পুলিশ

31

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১২ অগাস্ট, কলকাতাঃ আরজি কর মেডিক্যাল কলেজে এক ডাক্তারি পড়ুয়ার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শুক্রবার রাত ১২টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে ওই ইন্টার্নের। পুলিশ সূত্রে খবর, মৃত ডাক্তারি পড়ুয়ার নাম শুভ্রজ্যোতি দাস।

হাসপাতাল সূত্রে খবর, গত কয়েকদিন ধরে শুভ্রজ্যোতি কাজে আসছিলেন না। নিমতার কাছে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতেন শুভ্রজ্যোতি। কিন্তু গত দু’দিন ধরে তাঁকে বাড়ির বাইরে বের হতে দেখেননি কেউ। কিছুদিন ধরেই অবসাদ সংক্রান্ত চিকিৎসার মধ্যে ছিলেন শুভ্রজ্যোতি। তিনি ডিপ্রেশনের জন্য বিশেষ ওষুধও খেতেন।

১০ অগস্ট হাসপাতালে ভর্তি করানো হয় শুভ্রজ্যোতিকে। তাঁর শরীরে বিষক্রিয়া হয়েছিল। সেই কারণেই মৃত্যু হয়ে থাকতে পারে বলে অনুমান। কিন্তু কী ভাবে শরীরে বিষক্রিয়া হল, এই নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

গতকালই শুভজ্যোতির দেহ পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। রিপোর্টে বলা হয়েছে, মৃত ছাত্রের পেটে এসিটালোপরাম ওষুধ পাওয়া গিয়েছে। এরই অতিরিক্ত ডোজে প্রাণ হারিয়েছেন তিনি বলে অনুমান। তদন্ত শুরু করেছে তারা।