জনশিক্ষা প্রসার অধিকার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উৎযাপন পালিত হল কোচবিহারে

26

কোচবিহার, ১০ সেপ্টেম্বরঃ জনশিক্ষা প্রসার অধিকার পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উৎযাপন পালিত হল কোচবিহারে। এদিন কোচবিহার বিমানবন্দর সংলগ্ন এনইএলসি স্কুল ফর দ্য ব্লাইন্ড জনশিক্ষা প্রসার অধিকার নিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উৎযাপন পালন করা হয়। এদিন সেখানে উপস্থিত ছিলেন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ, ওই স্কুলের বিভিন্ন শিক্ষক শিক্ষিকা সহ স্কুলের সকল ছাত্রছাত্রীরা। এদিন সেখানে ছাত্রছাত্রীদের সাথে নানা বিষয় তুলে ধরা এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে তাদের হাতে সামান্য কিছু উপহার বা পুরস্কার তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে।

জানা গেছে,ব্যক্তিবিশেষ,সম্প্রদায় এবং সমাজের জন্য সাক্ষরতার গুরুত্ব সবাইকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য প্রতি বছর ৮ই সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস দিনটিকে পালন করা হয়। এবছর আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের মূল ভাবনা ‘জনশিক্ষা প্রসার অধিকার পারস্পরিক বোঝাপড়া ও শান্তির জন্য সাক্ষরতা’। কেন্দ্রীয় স্কুল শিক্ষা ও সাক্ষরতা বিভাগ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসের প্রাক্কালে গত রবিবার “স্পেকট্রাম অফ লিটারেসি” শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করে। বর্তমান সময়কালে সাক্ষরতার বিভিন্ন দিক খুঁজে বের করার জন্য একটি মঞ্চ গড়ে তোলাই এই সম্মেলনের মূল লক্ষ্য। যেখানে সেই কারনে আজ ১০ সেপ্টেম্বর আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উৎযাপন পালিত হল কোচবিহারে। সেখানে ছাত্রছাত্রীদের সাথে নানা বিষয় তুলে ধরা এবং ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে তাদের হাতে সামান্য কিছু উপহার বা পুরস্কার তুলে দেওয়া হয় বলে জানা গিয়েছে।