খবরিয়া ২৪ নিউজ ডেস্ক ১৭ জানুয়ারি, মুম্বই: শেষমেশ পুলিশের জালে ধরা পড়ল সইফের উপর হামলার অন্যতম আততায়ী। বান্দ্রা রেলওয়ে স্টেশনে তল্লাশির সময়েই তার খোঁজ পায় পুলিশ। সেই সময় জানা গিয়েছে, বান্দ্রা স্টেশন থেকে ভোরের ফার্স্ট লোকাল ধরে পালানোর চেষ্টা করেছিল হামলাকারী। তাঁর গতিবিধি দেখে সন্দেহ হতেই এগোয় পুলিশ। এরপরেই আটক! এই মুহূর্তে আক্রমণকারীকে টানা জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
বুধবার রাতে নিজের বাড়িতেই ছুরিকাহত হন বলিউড অভিনেতা সইফ আলি খান। ছয়বার ছুরির কোপ মারা হয় তাঁকে। গুরুতর জখম হন সইফ। হাতে, ঘাড়ে, পিঠে গভীর ক্ষত তৈরি হয়। রাতেই রক্তাক্ত অবস্থায় তাঁকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়। অভিনেতার হাতে, ঘাড়ে ও শিরদাঁড়ায় গভীর ছুরিকাঘাত ছিল। শিরদাঁড়ায় গেঁথে ছিল আড়াই ইঞ্চি ছুরি। অস্ত্রোপচারের পর বর্তমানে স্থিতিশীল রয়েছেন সইফ।
এদিকে, সইফের উপরে হামলার পরই পিছনের সিঁড়ি দিয়ে পালিয়ে যায় হামলাকারী। সিসিটিভি ফুটেজে দেখা যায় তাঁকে। ওই ছবি দেখেই হামলাকারীকে চিহ্নিত করা হয় এবং তার খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় গ্রেফতারির একাধিক ঝলক সোশ্যাল মিডিয়ায় ভাইরাল৷ যেখানে হামলাকারীকে বান্দ্রা থানায় নিয়ে আসা হয়েছে তেমনটাই দেখা গেছে৷
প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, অনুপ্রবেশকারী খান পরিবারের কোনও গৃহকর্মীর সঙ্গে পরিচিত ছিল। সম্ভবত সে কারণেই লবির সিসিটিভি ক্যামেরায় ধরা না পড়েই সে বাড়িতে প্রবেশ করে। আরও সন্দেহ, আক্রমণকারী বাড়ির নকশা জানত। সম্ভবত পাশের একটি কম্পাউন্ডের দেয়াল বেয়ে উপরের তলায় পৌঁছানোর জন্য ফায়ার শ্যাফ্ট ব্যবহার করেছিল।