খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৭ জুলাই, শিলিগুড়িঃ “ভুটানে বৃষ্টিপাতের পরিমাণ জানা যাচ্ছে না, ফলে রাজ্যের আলিপুর ও জলপাইগুড়িতে সঠিকভাবে কোনও পরিকল্পনা নেওয়া যাচ্ছে না জলস্ফীতির” সোমবার শিলিগুড়িতে এমনটাই জানালেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক৷ শিলিগুড়ি সহ জলপাইগুড়ির বেশকিছু এলাকার বন্যা পরিস্হিতি খতিয়ে দেখেন তিনি।
এরপর শিলিগুড়ির উত্তরকন্যায় দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ার জেলার প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে বৈঠক সারেন সেচমন্ত্রী। বৈঠক শেষে সাংবাদিকদের তিনি জানান, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নদীর সংখ্যা বেশি ফলে হঠাৎ জল বেড়ে যাওয়ায় ক্ষতি হচ্ছে। এবারও তাই হয়েছে তবে ক্ষতির পরিমাণ তুলনামূলকভাবে অনেক কম। প্রতিটি জেলার জেলা শাসককে সব রকম প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। এই ক্ষয়ক্ষতির কারণ হিসাবে পার্শ্ববর্তী দেশ ভুটানকে দায়ী করেন রাজ্যের সেচমন্ত্রী।