স্বপ্নদীপের ডায়েরিতে মিলল রহস্যজনক চিঠি, মৃত্যুকাণ্ডে নয়া মোড়

384

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ১৩ অগাস্ট, কলকাতাঃ স্বপ্নদীপের অস্বাভাবিক মৃত্যু নিয়ে এই মুহূর্তে উত্তাল রাজ্য। উঠে আসছে ব়্যাগিং তত্ব। বর্তমান থেকে প্রাক্তনী মুখ খুলছেন অনেকেই। ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে এক প্রাক্তনী সহ মোট তিনজনকে। এর মধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে একটি চিঠিতে। প্রশ্ন উঠছে ডায়েরির ইংরাজিতে একপাতার চিঠি কার লেখা?

স্বপ্নদ্বীপ হস্টেলের যে ঘরে ছিল, সেই ঘর থেকে উদ্ধার হয়েছে মৃত ছাত্রের লেখা একটা চিঠি। অভিযোগ, ওই পড়ুয়াকে দিয়ে সেই চিঠিটি জোর করে লিখিয়ে নেওয়া হয়েছিল। যদিও সেই চিঠির হাতের লেখা এবং নীচের সইটি মৃত ছাত্রের কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে খবর পুলিশ সূত্রে।

চিঠির শেষে মৃত ছাত্রের নামের উল্লেখ পাওয়া গিয়েছে। প্রকাশ্যে আসা ওই চিঠি ১০ আগস্ট লেখা হয়েছে ডিনের উদ্দেশে। চিঠিতে বাংলা বিভাগের এক সিনিয়র ছাত্রের নাম উল্লেখ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে ওই সিনিয়র হস্টেল নিয়ে ভয় ধরানোর মতো মন্তব্য করেছিলেন। ডিনকে এ ব্যাপারে পদক্ষেপ করার আর্জিও চিঠিতে জানানো হয়েছে।

তবে ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া ওই ডায়েরির লেখা স্বপ্নদীপের নয় বলেই দাবি করেছেন তাঁর বাবা। ইতিমধ্যেই বেশ কিছু প্রশ্ন উঠেছে চিঠি ঘিরে। চিঠিতে তারিখ রয়েছে ১০ অগস্ট অর্থাৎ গত বৃহস্পতিবার। ঘটনাচক্রে, ৯ অগস্ট রাতে হস্টেলের তিন তলার বারান্দা থেকে পড়ে গিয়েছিলেন প্রথম বর্ষের ওই পড়ুয়া। এর পর তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।

এর পর বৃহস্পতিবার হাসপাতালেই মারা যান তিনি। তা হলে চিঠি কবে লেখা হল, তা ভাবাচ্ছে তদন্তকারীদের। চিঠিটির শেষে মৃত পড়ুয়ার নামে দু’টি সই কেন, প্রশ্ন উঠছে তা নিয়েও। শুধু তা-ই নয়, চিঠিটি যে হেতু ডিনের উদ্দেশে লেখা, তা হলে সেটি ডায়েরির পাতায় কেন লেখা হল? কেন সাদা এ৪ কাগজে লেখা হল না? এই প্রশ্নেরও উত্তরের খোঁজে তদন্তকারীরা।

হাতের লেখা বিশারদকে দিয়ে সেগুলি পরীক্ষা করে দেখা হবে বলে খবর পুলিশ সূত্রে। যদি চিঠিটি পড়ুয়ারই হয়ে থাকে, তা হলে তাঁকে ওই চিঠি লিখতে বাধ্য করা হয়েছিল কি না, তা-ও ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা চলছে। যদি সত্যিই তাকে দিয়ে জোর করে চিঠি লেখানো হয়ে থাকে, তা হলে তার পিছনে উদ্দেশ্য কী ছিল? এই প্রশ্নও ভাবাচ্ছে তদন্তকারীদের।