বিজয়া সম্মিলনীর মঞ্চে বিস্ফোরক উদয়ন- জগদীশ

19

দিনহাটা, ১৫ অক্টোবরঃ দিনহাটা দুই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাহেবগঞ্জ ফুটবল মাঠে অনুষ্ঠিত হলো দিনহাটা  বিধানসভা ভিত্তিক বিজয়া সম্মেলনী।সভায় ছিলেন মন্ত্রী উদয়ন গুহ, কোচবিহারের সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনীয়া,কোচবিহার জেলা তৃণমূল চেয়ারম্যান গিরীন্দ্রনাথ বর্মন, দিনহাটা ২ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি দীপক কুমার ভট্টাচার্য, দিনহাটা পৌরসভার ভাইস চেয়ারম্যান সাব্বির সাহা চৌধুরী, তৃণমূলের দিনহাটা শহর ব্লক সভাপতি বিশু ধর, দিনহাটা ২ নং ব্লক তৃণমূল সহ সভাপতি আব্দুল সাত্তার সহ অন্যান্য বিশিষ্ট নেতৃত্বরা।

এদিন বক্তব্য দিতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কে চ্যালেঞ্জ করেন যদি শিশির অধিকারীর সত্যিই বেটা হয়ে থাকে তাহলে যেন দিনহাটা এসে দাঁড়িয়ে তাকে হারান এছাড়াও এসআইআর নিয়ে তিনি কর্মীদের উদ্দেশ্যে বলেন মুসলমান ভোটার কেটে দেওয়াই বিজেপির একমাত্র উদ্দেশ্য তাই এসআইআর যখন হবে তখন যদি আত্মীয়স্বজন বা পরিবারের কেউ অন্যত্র থাকে তাদের নিয়ে এসে ফর্ম ফিলাপ করাতে, কারণ একবার যদি নাম কেটে যায় তাহলে আর নাম তোলা সম্ভব হবে না।

মঞ্চে বক্তব্য দিতে গিয়ে সাংসদ তৃণমূল কর্মীদের বলেন আপনাদের পাড়ায় যখন বিজেপি নেতারা ভোট চাইতে আসবে তখন তাদেরকে আটকে রাখুন এবং বাড়ির মুরিয়া ঝাঁটা ইত্যাদি ব্যবহার করুন এবং ওই নেতাদের প্রশ্ন করুন ১০০ দিনের টাকা কেন বন্ধ করে রেখেছে? আবাস যোজনা টাকা কেন দেওয়া হচ্ছে না।