জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির ডিএম অফিস অভিযান

26

জলপাইগুড়ি, ১০ জুলাই: জেলাশাসক দপ্তর অভিযান। জলপাইগুড়ি শহর ব্লক কংগ্রেস কমিটির ডিএম অফিস অভিযান। আজ শহর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে ডিএম অফিস অভিযান করল শহর ব্লক কংগ্রেস কমিটির নেতা ও কর্মীরা ।শহর ব্লক কংগ্রেস কমিটির অভিযোগ জলপাইগুড়ি পৌরসভার দুর্নীতি , নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ সহ আরো একাধিক অভিযোগ রয়েছে। আর এই অভিযোগ জানাতে আজ জেলা শাসক দপ্তরে অভিযান করলাম।

শহরগুলো কংগ্রেস কমিটির সভাপতি অম্লান মুন্সী বলেন জলপাইগুড়ি পৌরসভার ২৫টি ওয়ার্ডের নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ ।রাস্তাঘাট থেকে পানীয় জল সব কাজেই তারা ব্যর্থ হয়েছে। চরম দুর্নীতি হয়েছে পৌরসভায়।তাই এই আজকের অভিযান। আজকের এই অভিযানে সাধারণ মানুষরাও অংশগ্রহণ করেন। আজকের এই অভিযানে অসংখ্য পুলিশের নিরাপত্তা ছিল জেলা শাসক দপ্তরের সামনে।