সায়ন সেন, জলপাইগুড়িঃ জেলা কংগ্রেসের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দ্রিরা গান্ধীর জন্ম দিন।উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি পিনাকী সেনগুপ্ত সহ জেলার অন্যান্য কংগ্রেস নেতা ও কর্মীরা।
জানা গেছে, জলপাইগুড়ি জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এশিয়ার মুক্তি সূর্য ভারত রত্ন ইন্দিরা গান্ধীর ১০৭ তম জন্মদিন পালন করা হলো যথাযথ মর্যাদার সাথে শিরিষ তলা ইন্দিরা মূর্তির পাদদেশে। ইন্দিরা গান্ধীর আবখ্য মূর্তিতে মাল্য দান করেন কংগ্রেসের বলিয়ান সদস্যরা।
এরপর জেলা কংগ্রেস কার্যালয়। রাজীব ভবন থানা মোড়েও দিনটি উৎযাপন হয়। ২২ নম্বর ওয়ার্ড কংগ্রেস কার্যালয় ও ইন্দিরা গান্ধির জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন হয়।