সায়ন সেন, জলপাইগুড়িঃ আজ ছটপুজোর শেষ দিন। সকালবেলা সূর্যদেবকে প্রণাম জানিয়ে ছট পূজার সমাপ্তি হয়। ছট পুজোর ঘাটে বিভিন্ন উপকরণের পাশাপাশি কলাগাছ অন্যতম উপকরণ যা দিয়ে ঘাট সাজানো হয়। ছট পুজোর শেষ হতেই সেই ঘাট পরিষ্কারে ব্যস্ত জলপাইগুড়ি পুরসভা। নদীতে নৌকো নামিয়ে চলছে ঘাট সহ নদী পরিষ্ককারের কাজ। এর পাশাপাশি শুরু হয়েছে বিভিন্ন প্যান্ডেল খোলার কাজও।
জানা গেছে,ছটব্রতীদের নদীতে নামতে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য বাসের ব্যারিকেড করা হয়েছিল সেই ব্যারিকেডও খুলে ফেলছে জলপাইগুড়ি পৌরসভা। জলপাইগুড়ি পৌরসকে সাহায্য করছে বিভিন্ন ভক্তরাও। এদিন অনেক ভক্তকে দেখা গেল ঘাট পরিষ্কার করতে। নদী যাতে দূষিত না হয় সেদিকে বদ্ধপরিকর জলপাইগুড়ি পৌরসভা।
এবিষয়ে একজন জনৈক্য বাসিন্দা জানান, আজকে থেকেই ছটপুজোর ঘাট পরিষ্কারের কাজ শুরু হয়ে গেছে। অনেকটা কাজ হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে তাড়াতাড়ি এগুলোও শেষ হয়ে যাবে।