অঙ্গনওয়ারি কেন্দ্রে পরিদর্শনে গিয়ে শিশুদের সঙ্গে পড়া ও খেলায় মেতে উঠলেন জলপাইগুড়ি সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী

23

জলপাইগুড়ি, ১৮ জানুয়ারিঃ হালহকিকত দেখতে গিয়ে শিশুদের সঙ্গে পড়া ও খেলায় মেতে উঠলেন জলপাইগুড়ির সদর মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী।জলপাইগুড়ি সদর মহকুমা এলাকায় এক হাজার ছয়শোর ও বেশি অঙ্গনওয়ারি কেন্দ্র রয়েছে। আগামী দেড় মাসের মধ্যে প্রতিটি অঙ্গনওয়ারি কেন্দ্র পরিদর্শনের উদ্যোগ নিয়েছে প্রশাসন। এদিন শহরের আদর পাড়ায় একটি অঙ্গনওয়ারি কেন্দ্র পরিদর্শনে এসে পড়াশোনার মান যাচাই করতে গিয়ে ছাত্রছাত্রীদের পড়া ধরেন। তাদের স্বতঃস্ফূর্ততা দেখে ছাত্রছাত্রীদের সঙ্গে পড়া ও খেলায় মেতে ওঠেন মহকুমা শাসক।

এদিন এই বিষয়ে মহকুমা শাসক তমোজিৎ চক্রবর্তী বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে পশ্চিমবঙ্গ সরকারের প্রতিটি অঙ্গনওয়ারি কেন্দ্রে বাচ্চা জন্মানোর পর থেকে ৬ বছর পর্যন্ত খাওয়া দাওয়া, পড়াশুনার ব্যাবস্থা রয়েছে এছাড়াও গর্ভবতী মায়েদের জন্যও ব্যাবস্থা রয়েছে। তাই আমরা সকাল সকাল অঙ্গনওয়ারি কেন্দ্রেগুলি ঘুরে ঘুরে দেখছি তারা কি করছে। এখানে কি সুন্দর বাচ্চাগুলো কবিতা বলছে, পড়াশুনা করছে। এর থেকে বোঝা যাচ্ছে এই জলপাইগুড়ি অঙ্গনওয়ারি কেন্দ্রেগুলি থেকে কত শিশুর প্রতিভা উন্মাসিত হচ্ছে। জলপাইগুড়ির এই শিশুরাই ভবিষ্যতে গৌরবের পথ আরও প্রশস্ত করবে। এমনটাই আমরা আশা রাখছি।

তিনি আরও বলেন, আমাদের জলপাইগুড়িতে ১৬০০ বেশি অঙ্গনওয়ারি কেন্দ্র রয়েছে আমরা সবাই ১ থেকে দেড় মাসের মধ্যে প্রতিদিন একটা দুটো করে অঙ্গনওয়ারি কেন্দ্র পরিদর্শন করবো।