গান্ধিজয়ন্তীতে আত্মপ্রকাশ করতে চলেছে প্রশান্ত কিশোরের রাজনৈতিক দল, ঘোষণা করলেন ভোটকুশলী

80

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ২৯ জুলাই, পটনা:  অবশেষে রাজনীতির ময়দানে নামতে চলেছেন প্রশান্ত কিশোর। ভোটকুশলী জানিয়েছেন, আগামী ২ অক্টোবর রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছে তাঁর জন সুরজ অভিযান। ইতিমধ্যেই তার প্রস্তুতি শুরু করে দিয়েছেন প্রশান্ত।

রবিবার পটনায় বাপু সভাঘরে এক বৈঠকে বসেছিলেন তিনি। বৈঠকে উপস্থিত ছিলেন ‘জন সুরজ অভিযান’-এর জেলা স্তরের পদাধিকারীরা। ২ অক্টোবর রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণার আগে আগামী কয়েক সপ্তাহে একগুচ্ছ কর্মসূচি রয়েছে প্রশান্তর। ‘জন সুরজ অভিযান’-এর পদাধিকারীদের নিয়ে রাজ্য স্তরের আটটি বৈঠক করার কথা রয়েছে তাঁর।

সূত্রের খবর, নতুন রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করা, নেতৃত্বের পরিকাঠামো তৈরি করা, দলের গঠনতন্ত্রের খসড়া তৈরি করা-সহ একাধিক বিষয়ে আলোচনা হবে ওই বৈঠকগুলিতে। ওই দিন অন্তত দেড় লক্ষ মানুষ নতুন দলের নেতা হিসাবে যোগ দেবেন বলেও জানিয়েছেন পিকে। সামনেই ২৪৩ আসনের বিহার বিধানসভা নির্বাচন৷ বলাবাহুল্য সেই নির্বাচনেও অংশগ্রহণ করবে প্রশান্ত কিশোরের নতুন দল৷

পিকের হুঁশিয়ারি, “২০-২৫টা আসন জিতে থেমে যেতে আসিনি। দুটো বছর সময় দিন, সব পালটে দেব।” পাশাপাশি বিহারের তিন দলকেও আলাদা করে বার্তা দিয়েছেন ভোটকুশলী।তিনি জন সুরাজ দলের নেতৃত্ব দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করে বলেছেন যে তিনি দলকে নেতৃত্ব দেবেন না। বরং বিহারের বিভিন্ন জেলা থেকে নেতৃত্ব বেছে নেওয়া হবে৷ রাষ্ট্রপুঞ্জের চাকরি ছেড়ে ভারতে ফেরার পর, এতদিন বিপুল অর্থের বিনিময়ে, কখনও নরেন্দ্র মোদি, কখনও ক্যাপ্টেন অমরিন্দর সিং, কখনও অরবিন্দ কেজরিওয়াল, আবার কখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট কুশলী হিসেবে কাজ করতে দেখা গিয়েছে তাঁকে।

একের পর এক নেতাকে ভোট বৈতরণী পার করিয়েছেন তিনি। ২০২১-এ পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের পরই আর এই ভূমিকা পালন করবেন না বলে জানিয়েছিলেন প্রশান্ত কিশোর। তারপর থেকে জন সূরজ যাত্রা নামে বিহার জুড়ে এক প্রচারাভিযান শুরু করেছিলেন তিনি। অবশেষে, ২ অক্টোবর, মহাত্মা গান্ধির জন্মদিনে এই প্রচারাভিযানকে পুরো দস্তুর রাজনৈতিক দলে পরিণত করতে চলেছেন পিকে।