নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের জের! টেস্ট র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেন বুমরাহ

24

খবরিয়া ২৪ নিউজ ডেস্ক, ৩০ অক্টোবর, নয়াদিল্লি: নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারের পর টেস্ট র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্হান থেকে ছিটকে গেলেন জশপ্রীত বুমরাহ। তাঁদের টপকে ক্রমতালিকার শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাডা।সেপ্টেম্বর মাসের শেষে হাড্ডাহাড্ডি লড়াই ছিল টেস্ট বোলারদের র‍্যাঙ্কিংয়ে। তার আগের ক্রমতালিকার শীর্ষে ছিলেন অশ্বিন।

তার পর বাংলাদেশ সিরিজে ১১টি উইকেট পান তিনি। সমসংখ্যক উইকেট যায় জশপ্রীত বুমরাহর ঝুলিতেও। কিন্তু ক্রমতালিকা প্রকাশের পরে দেখা যায়, অশ্বিনকে টপকে গিয়েছেন বুমরাহ। মাত্র এক পয়েন্ট বেশি পেয়েছেন তারকা পেসার। বাংলাদেশের বিরুদ্ধে এক টেস্টে ৯ উইকেট তুলে নিয়ে ক্রমতালিকার শীর্ষে উঠে এসেছেন রাবাডা।

লাল বলের ক্রিকেটে ৩০০ উইকেট তোলার নজিরও গড়েন তারকা প্রোটিয়া পেসার। তার পরেই ক্রমতালিকায় তিন ধাপ উঠে আসেন রাবাডা। বুমরাহ-অশ্বিনকে টপকে ক্রমতালিকার শীর্ষে জায়গা করে নেন। দ্বিতীয় স্থানে রয়েছেন অজি পেসার জশ হেজেলউড। তৃতীয় এবং চতুর্থ স্থানে যথাক্রমে রয়েছেন বুমরাহ এবং অশ্বিন। তালিকায় প্রথম দশে ভারতের বুমরাহ ও অশ্বিন ছাড়া রয়েছেন রবীন্দ্র জাডেজা। তিনিও ২ ধাপ নেমেছেন। এখন আট নম্বরে জাডেজা।

ভারতীয় বোলারদের র‍্যাঙ্কিংয়ে অবনতি হলেও যশস্বী জয়সওয়াল টেস্ট ব্যাটারদের মধ্যে উঠে এসেছেন তৃতীয় স্থানে। তবে ক্রমতালিকায় ৫ ধাপ নেমে গিয়েছেন ঋষভ পন্থ। কোহলি ৭ ধাপ পিছিয়ে ১৪তম স্থানে নেমে গিয়েছেন। রোহিত শর্মা নেমেছেন ২৪ নম্বরে। প্রথম দশে যশস্বী ছাড়া নেই কোনও ভারতীয় ব্যাটার।